ক্ষমতার চেয়ার এমন এক আঠালো চেয়ার এটির মধ্যে একবার বসলে আর কারো ছাড়তে ইচ্ছে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে কর্মীসভায় ডা. জাহিদ হোসেন এই মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘এখন যদি দ্রুততার সঙ্গে নির্বাচন দিতেন, দেশে যে আইনশৃঙ্খলার অবনতি দেখছি; কোনো কোনো জায়গায় বিশৃঙ্খলা, কোনো কোনো জায়গায় সিদ্ধান্তহীনতা। সেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা থাকলে প্রত্যেকটা উপজেলায় সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ ও দ্রুত হত, মানুষও আশ্বস্ত হতেন।
তিনি আরও বলেন, ‘কাজেই নির্বাচন পিছিয়ে দেয়ার মাঝে, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্যে অন্য ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু জনগণের অধিকার ফেরত দেয়া ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা আছে; তা হলো সুন্দর আগামীর বাংলাদেশ নির্মাণ করা।’
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছে তাদের পুর্নবাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেয়া।’
এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য প্রয়োজন মানসিকতা দক্ষতা দূরদর্শিতা। সেইসঙ্গে মানুষের অধিকার ফেরত দেয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করেন তারা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে জাতীয় নির্বাচন জরুরি।’
উপজেলা বিএনপির সভাপতি শামিম হোসেন সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুর রহমার চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তারসহ অনেকে।
আরআর/এসএন