নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার (২৬ মে) স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। আর ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মচারীদের টানা কর্মবিরতি, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়গুলো উঠে আসবে।
এসএম/এসএন