গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু।
এই ঘটনায় তার স্ত্রী রিয়া মনি বগুড়ায় ছুটে যান। তাকে সেখান থেকে ঢাকা নিয়ে আসেন।
আত্মহত্যার চেষ্টার ঘটনায় অনুতপ্ত বোধ হচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ সময় তিনি উল্লেখ করেন রিয়ামনি তাকে ছেড়ে যাবে না আর, এটা তিনি বিশ্বাস করেন।
নিজের তিন সন্তানের ছবি দিয়ে হিরো আলম লিখেছেন, কিছু কিছু সময় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তার আগে চিন্তা করা উচিত তার জীবনের সাথে জড়িয়ে আছে তার সন্তানেরা।
আমি মারা গেলে আমার সন্তানদের কি হইতো, রিয়া মনি হয়তো একজনকে বিয়ে করে তার জীবন সাজিয়ে নিত, কিন্তু আমার কলিজা আলো, আবির, আলাপ তিনটি সন্তান। এদের রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। রিয়া মনি আমার ভালোবাসা বোঝে না, জীবনসঙ্গী ও ভালোবাসার মানুষ কালো হোক বা ফর্সা হোক এটা কোনো বিষয় না। একটা মেয়ের কাছে তার স্বামী কত বড় সম্পদ।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন, তার স্বামী যখন হারায় সে বুঝতে পারে, সামনে কি হবে আমি জানি না। রিয়া মনি আমার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে থাকবে তো? আমার বিশ্বাস রিয়া মনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হয়ে থাকবে। আমার বিশ্বাস সামনে এমন কোনো ভুল করবে না রিয়া মনি, যে ভুলের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়।
মূলত রিয়া মনি ও হিরো আলম- দুজন আলাদা হয়ে যাওয়ার কারণেই জটিলতা তৈরি হয়েছিল। আত্মহত্যার চেষ্টা ঘটনার পর হিরো আলম ও রিয়ামনির দূরত্ব কমে আসে।
কেএন/টিকে