আজ মঙ্গলবার (১ জুলাই) এ বছর যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এসেক্সে ৩৩ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এই রেকর্ডটি আজই আবার ভেঙে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা।
গত কয়েকদিন ধরে দাবদাহের কবলে পড়েছেন ইউরোপের সাধারণ মানুষ। ফ্রান্সের প্যারিসসহ ১৬টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানকার মানুষকে রোদ থেকে দূরে থাকা ও পর্যাপ্ত পানি পানের জন্য বলা হয়েছে।
অপরদিকে তাপমাত্রা বেশি হওয়ায় তুরস্কে সৃষ্টি হয়েছে ভয়াবহ দাবানল। দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে গ্রিসেও দাবানলের শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সেখানে দমকলকর্মীদের উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
ইতালিতে গরমজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন একটি নির্মাণাধীন ভবনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আরেকজন গরম থেকে বাঁচতে পানিতে নেমে সেই পানিতে ভেসে গিয়ে প্রাণ হারান।