বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় আরো তিন মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি আজ (১ জুলাই) থেকে কার্যকর করা হয়েছে।
প্রকাশিত গেজেটে বলা হয়, সরকার ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ক্ষমতাবলে ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের জারি করা ৪২৪ নম্বর আইন দ্বারা গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ এবং তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করল। এই প্রজ্ঞাপন কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে গত বছরের ২৪ ডিসেম্বর স্বাধীন কমিশন গঠন করে সরকার।
কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হলেও পরে কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়।
কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমান বিজিবি) সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়েছে।
এসএন