আইপিএল শিরোপা উৎসবে ১১ মৃত্যু, বিপাকে কোহলির বেঙ্গালুরু

দীর্ঘ প্রতিক্ষার পর গত জুনে আইপিএলের প্রথম শিরোপার স্বাদ পায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল জয়ের শিরোপা উৎসবের নগরীতে বিষাদের ছায়া নামতেও বেশি সময় লাগেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল’ (ক্যাট) প্রাথমিক রিপোর্টে ফ্র্যাঞ্চাইজিটিকে দায়ী করা হয়েছে। 

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, তিন থেকে পাঁচ লাখ মানুষের জমায়েতের পুরো দায় আরসিবির। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে এত ভিড় হয়েছিল।’

একেবারে শেষ মুহূর্তে আরসিবির এই উৎসবের ঘোষণাকে উপদ্রবের সঙ্গে তুলনা করেছে ট্রাইব্যুনাল। রিপোর্টে বলা হয়েছে, “হঠাৎ করে কারও অনুমতি ছাড়া একটা উপদ্রব সৃষ্টি করেছে আরসিবি। এত কম সময়ে, মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশের পক্ষে সব বন্দোবস্ত করা কোনোভাবেই সম্ভব ছিল না।” ট্রাইবুনাল আরও বলেছে, “পুলিশকর্মীরাও তো মানুষ। তারা তো জাদুকর নন। আলাদিনের মতো প্রদীপ ঘষে কারও মনোকামনা পূর্ণ করার মতো শক্তিও তাদের নেই। পুলিশকে নিরাপত্তার বন্দোবস্ত করার মতো কোনও সময়ই দেওয়া হয়নি।” 

আইপিএলের ১৮তম বছরে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। গত ৩ জুন চ্যাম্পিয়ন হওয়ার পরেই কোহলি জানিয়েছিলেন, ৪ জুন বেঙ্গালুরুতে উৎসব হবে। সে দিন সকাল থেকে বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। বিশেষ করে শহরটির বিধান সৌধ ও চিন্নাস্বামীর বাইরে সবচেয়ে বেশি ভিড় ছিল। চিন্নাস্বামীর বাইরে হঠাৎ বিশৃঙ্খলা হয়। তখনই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন বহু।

এই ঘটনার পর আরসিবি, কর্নাটক ক্রিকেট সংস্থা ও রাজ্যটির সরকার একে অপরের ওপর দোষ চাপিয়েছেন। আরসিবির কয়েক জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এক পুলিশকর্মী। তারই আবেদনের শুনানিতে কোহলিদের দলের ওপর দায় চাপিয়েছে ট্রাইব্যুনাল।


ইউটি/টিকে





Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের সঙ্গে জোট ও পিআরে নুরের একমত প্রকাশ Jul 02, 2025
img
এই দিন ভুলব না কখনো : নিলা ইসরাফিল Jul 02, 2025
img
‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’ Jul 02, 2025
img
মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত Jul 02, 2025
img
রেমিট্যান্স ও রিজার্ভের রেকর্ড নিয়ে নতুন অর্থবছরের যাত্রা Jul 02, 2025
img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025
img
প্রভাসের সৌম্য রুদ্ররূপ মাতাচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রি Jul 01, 2025
img
মাস্ককে জন্মভূমিতে ফেরত পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প Jul 01, 2025