খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন নিজেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকা দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সরাসরি আশার আলো দেখালেন। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি স্পষ্ট করলেন, ফিরছেন খুব শিগগিরই।

গতকাল বুধবার (২ জুলাই) আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান আশা প্রকাশ করে জানান, খুব শিগগিরই দেশে ফিরছেন। তারেক রহমানের এই বার্তায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।

নিজের বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন। তারেক বলেন, "বড় দল মানেই বড় দায়িত্ব, বেশি ত্যাগ। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই রাজপথে নেমেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করা হচ্ছে।"

তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করতে বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানেই দলের পথ খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দলের আত্মত্যাগ ও নমনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, "রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমরা বহু ছাড় দিয়েছি, অনেক বিষয়ে একমত না হয়েও গণতন্ত্রের স্বার্থে অগ্রসর হয়েছি, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ সুগম হয়।"

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তারেক রহমান বলেন, "জনগণের সঙ্গেই থাকুন। বিএনপির সকল শক্তির উৎসই জনগণ। আমাদের আদর্শ ও নীতি জনগণের কাছে নিয়ে যেতে হবে।"

তিনি আরও বলেন, "গণতন্ত্রে আমরা বিশ্বাস করি বলেই দলেও এর চর্চা বজায় রাখতে চাই। ভিন্নমতকে শ্রদ্ধা করি, শুনি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজি।"

এসময় দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, "কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা দলের ওপর পড়া উচিত নয়।

এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনগণের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা অনুসরণ করাই হবে বিএনপির মূল দায়িত্ব।"

তারেক রহমান শেষদিকে বলেন, "জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। যেন কেউ এই অধিকারকে হরণ বা ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করতে না পারে।"

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
রামের চরিত্রে রণবীর কাপুর, প্রকাশ্যে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক Jul 03, 2025
img
লিটন আর কত সুযোগ পাবেন, ‘কিছুই বলার নেই’ Jul 03, 2025
img
আশুরা মিছিলে নিরাপত্তায় নিজস্ব কর্মী রাখার পরামর্শ ডিএমপির Jul 03, 2025
img
প্রেমের কাব্যিক ভাষ্য নিয়ে আসছে ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’, ট্রেইলারে সবার নজর কাড়লো নতুন জুটি Jul 03, 2025
img
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন Jul 03, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে শব্দও খরচ করতে ইচ্ছুক না : উমামা ফাতেমা Jul 03, 2025
img
‘স্কুইড গেম ৩’কে পিছে ফেলে পঞ্চায়েত এখন শীর্ষে Jul 03, 2025
img
তিন দশক পর মিয়ানমারে ফের রচিত হলো ইতিহাস Jul 03, 2025
img
ধূমপান দৃশ্য নিয়ে রাশমিকা স্পষ্ট বার্তা Jul 03, 2025
img
হংকংকে পরাজিত করে বাংলাদেশের দুর্দান্ত সূচনা Jul 03, 2025
img
ভেঙ্কি আটলুরি-সুরিয়া জুটি নিয়ে আসছে পরিবারকেন্দ্রিক সিনেমা 'বিশ্বনাথন অ্যান্ড সন্স' Jul 03, 2025
img
এই সময়ে গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না : মির্জা ফখরুল Jul 03, 2025
img
বরিশালের সাবেক মেয়র খোকনসহ ১৯ কর্মকর্তা দুদকের ফাঁদে Jul 03, 2025
img
বলিউডে হঠাৎ উত্থান, তারপর নিঃশব্দ পতন: কোথায় হারিয়ে গেলেন এই আলোচিত মুখগুলো? Jul 03, 2025
img
মুরাদনগরে ধর্ষণ মামলার চার আসামি ৩ দিনের রিমান্ডে Jul 03, 2025
img
ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার Jul 03, 2025
img
এশিয়ান কাপে সাফল্য পেলেই ‘ফিফা বিশ্বকাপে’ খেলতে পারবেন ঋতুপর্ণারা! Jul 03, 2025
img
প্রভাসের ‘দ্য রাজা সাব’-এ কারিনার আইটেম সং নিয়ে বলিপাড়ায় গুজন Jul 03, 2025
img
বিশ্বকাপের ১ বছর আগেই 'ফাঁস' আর্জেন্টিনার জার্সি! Jul 03, 2025
img
সাফল্য ও ব্যর্থতার ছায়ায় টলিউডের ছয় মাস Jul 03, 2025