ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো দেশটির নৌবাহিনীর উপপ্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রুশ ও ইউক্রেনীয় সামরিক বাহিনী সংশ্লিষ্ট একাধিক টেলিগ্রাম চ্যানেলে কুরস্ক অঞ্চলের কোরেনেভোতে সামরিক বাহিনীর একটি চৌকিতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানানো হয়। এতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ-সহ অন্তত ১০ সৈন্য নিহত হয়েছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সঙ্গে ইউক্রেনের দীর্ঘ সীমান্ত রয়েছে।
মস্কো ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে কিয়েভের হামলায় রাশিয়ার অল্প কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ সর্বশেষ নিহত শীর্ষ কর্মকর্তা।
গভর্নর কোঝেমিয়াকো বলেন, বহু বছর ধরে গুদকভের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, রুশ সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শত্রুপক্ষের হামলায় গুদকভ ও অন্যান্য সৈন্যরা নিহত হয়েছেন। ইউক্রেনের হামলায় নিহত সামরিক কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গভর্নর কোঝেমিয়াকো।
‘‘গুদকভ নৌবাহিনীর উপপ্রধান হওয়ার পরও ব্যক্তিগতভাবে আমাদের মেরিন সেনাদের দেখতে যেতেন,’’ বলেন কোঝেমিয়াকো।
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য পুরস্কৃত হয়েছিলেন গুদকভ। রুশ এই কর্মকর্তাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তও করেছিল ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের মার্চে তাকে নৌবাহিনীর উপপ্রধান পদে নিয়োগ দেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
তবে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তার প্রাণহানির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন। আর এই ব্রিগেড বর্তমানে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। ২০২৪ সালের আগস্টে ইউক্রেন হঠাৎ হামলা চালিয়ে কুরস্কের কিছু এলাকা দখল করে নেয়। পরে রাশিয়া ওই এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি জানায়।
সূত্র: রয়টার্স।
টিকে/