গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ‘মাজা ভাঙা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই। তাই উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে এবং কথা বলার ক্ষেত্রে মেরুদণ্ডহীন।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘গণ অধিকার পরিষদ কোনো ভূঁইফোড় বা বানের জলে ভেসে আসা সংগঠন নয়। বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এ সংগঠন আজ দাঁড়িয়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পরেই গণ অধিকারের অবস্থান।’
২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ চট্টগ্রামে দেওয়া হয়েছে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুঁলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি।
আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকব?’
ফারুক বলেন, ‘আমাদের এই এলাকায় উন্নয়ন হয় না, এটা বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরো সচেতন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘এমপি-মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি-কাশি হলেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর আর কানাডায় চলে যান। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান।
যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে কোনো সুচিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর-বিড়াল দৌড়াদৌড়ি করে।’
গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রভাষক আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথসভা করেন এবং ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ফারুক হাসান।
টিকে/