রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হানিফ শেখ (২৪) মারা গেছেন।
শুক্রবার (৪ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভাটারা এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারীসহ চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং ইনহ্যলেশন বার্নও ছিল। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হানিফের বাবা হালিম শেখ বর্তমানে ৩৩ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, হালিমের স্ত্রী শিউলি বেগম ও বোন রহিমা খাতুন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে চারজন দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন— হালিম শেখ (৫০) তার স্ত্রী শিউলি বেগম (৪৫) ছেলে হানিফ শেখ (২৪) হালিমের বোন রহিমা খাতুন (৫০)।
আরআর/এসএন