বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তারকা সালমান খান। তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন, তার মধ্যে কিছু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান তিনি। তবে সেসব নিয়ে খুব একটা কথা বলেন না ভাইজান।
বাস্তবের মতো পর্দায়ও প্রেমিক হিসেবে অনবদ্য সালমান।
বহু সিনেমায় প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু কখনো পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না তিনি। এখনও পর্যন্ত তাঁর ছবিতে ‘নো কিসিং পলিসি’ বহাল। কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি?
ক্যারিয়ারের শুরু থেকেই ‘নো কিসিং পলিসি’তে বিশ্বাসী সালমান। যদিও নিজের ব্রত ভেঙেছিলেন মাত্র একবারই তাও আবার কারিশমা কাপুরের জন্য।
নব্বইয়ের দশকে ‘জিত’ ছবিতে কারিশমাকে লিপ কিস করেন সালমান। তার পর কারিশমার সঙ্গে জুটি বেঁধে বহু কাজ করলেও পরিচালকদের চাহিদা ছিল চুম্বনের। কিন্তু সালমানের জীবনে ‘জিত’-ই প্রথম আর শেষ ছবি।
২০১৭ সালে পরিচালক আলি আব্বাস জাফর ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে চুম্বনের দৃশ্যের অনুরোধ করেন।
কিন্তু সালমান তা নাকচ করেন।
বছর খানেক আগে এক কমেডি শোয়ের মঞ্চে এসে এই ‘নো কিসিং পলিসি’ প্রসঙ্গ উঠতে সালমানের সামনেই তাঁর ভাই আরবাজ খান বলেন, ‘আসলে ক্যামেরার পিছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’ ভাইয়ের কথা শুনে হেসে ফেলেন সালমান।
পিএ/টিএ