স্বৈরাচারিবিরোধী আন্দোলনে গত বছরের জুলাইয়ে ফেসবুক প্রফাইল লাল করার আইডিয়া কে দিয়েছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, প্রফাইল লাল করার আইডিয়া তিনিই দিয়েছেন।
তার বক্তব্যের পর গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি সভাপতি আব্দুল কাদের বলেছেন, প্রফাইল লাল করার আইডিয়া দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
পরে এ নিয়ে বিতর্ক তৈরি হলে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ।
ওই পোস্টে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের কোনো দাবি বা বর্ণনার বিপরীতে কেউ ভিন্ন কিছু দাবি করলে, প্রয়োজনে সাংবাদিকদের কাছে তাদের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করা হবে, ইনশাআল্লাহ। ব্যক্তিগত আলাপ, চ্যাট এবং অন্যান্য ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পক্ষপাতী নই।
এফপি/ টিএ