জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাকর্মীরা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে তাদের গাড়ির চালক অসুস্থ হয়ে যায়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ওই গাড়িটি চালাতে দেখা যায়। রবিবার (৬ জুলাই) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্যাপনের লক্ষ্যে নবগঠিত দল এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে।
এক মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া—বাংলাদেশের ৬৪টি জেলা সফর করবে এনসিপির জুলাই পদযাত্রা।
এফপি/ টিএ