ক্রিকেট মাঠে আম্পায়ারের ভূমিকা শুধু নিয়ম প্রয়োগে নয় বরং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই প্রমাণ হয় তার দক্ষতা। ঠিক এমনটাই করে চলেছেন আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে তার আম্পায়ারিং দক্ষতার পরিচয় দিয়ে এবার তিনি প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের কাছেও।
সম্প্রতি এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। উত্তেজনাকর ওই ম্যাচে তার একের পর এক সঠিক সিদ্ধান্ত নজর কাড়ে ক্রিকেট বিশ্বের। এমনকি ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলে (টুইটার) হার্শা ভোগলে লিখেছেন,‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন, তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’
এই ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নেওয়া হয়। কিন্তু এর মধ্যে মাত্র ২টি রিভিউ সফল হয়। অর্থাৎ ৮ বারই সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সৈকত যা চাপের ম্যাচে তার উপস্থিত বুদ্ধি ও পেশাদারিত্বের বড় প্রমাণ। আর এতে এজবাস্টন টেস্টে আলাদা করে আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার।
উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে সৈকত ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা, দৃঢ়তা ও নিয়মজ্ঞান এখন তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য আম্পায়ারে পরিণত করেছে।
ইউটি/টিকে