ছোট পর্দার অন্যতম স্মরণীয় চরিত্র আইনজীবী কেডি পাঠক কি তবে ফিরছেন? ‘আদালত’ ধারাবাহিকের তীব্র জনপ্রিয়তা আজও দর্শকদের মনে অম্লান। কিন্তু এই মুহূর্তে রনিত রায় নিজেই জানালেন, তেমন কিছু নিশ্চিত নয়। তবুও আশার আলো জ্বেলে রাখলেন তিনি।
টেলি চক্কর-কে দেওয়া এক সাক্ষাৎকারে রনিত রায় স্পষ্ট জানিয়েছেন, “আমি কোনও অফিসিয়াল কামব্যাকের ব্যাপারে জানি না। যতদূর জানি, এটা হয়তো শুধু ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে। এখন যা মনে হচ্ছে, এটা গুজব ছাড়া কিছু নয়।” তাঁর এই বক্তব্য কিছুটা হতাশ করলেও, পুরনো ভক্তদের আশাবাদ কিন্তু ফুরায়নি।
‘আদালত’ ধারাবাহিকে রনিত রায় অভিনীত আইনজীবী কেডি পাঠক চরিত্রটি ছিল একেবারে অদম্য। অসাধারণ যুক্তিবোধ, দৃঢ়তা এবং স্টাইলিশ উপস্থাপনা—এই সব মিলিয়ে চরিত্রটি রীতিমতো কালজয়ী হয়ে উঠেছিল। দুটি সিজনে প্রচারিত এই সিরিজ এখনো SonyLIV-এ স্ট্রিমিংয়ে পাওয়া যাচ্ছে এবং জনপ্রিয়তা বজায় রেখেছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন দাবি—Sony-কে বারবার অনুরোধ জানানো হচ্ছে যেন ‘আদালত’-এর নতুন সিজন নিয়ে কেডি পাঠককে ফিরিয়ে আনা হয়। অনেকেই বলছেন, এই চরিত্র আজও দর্শকের মনে রয়েছেন এক রোল মডেল হিসেবে।
রনিত রায় অবশ্য এখনো বেশ ব্যস্ত। কাজ করছেন সিনেমা, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে সমানভাবে। কাজলের সঙ্গে 'মা' ছবিতে তাঁকে দেখা যাবে শিগগিরই। এছাড়াও তিনি সম্প্রতি শেষ করেছেন ‘চক্রবর্তী সম্রাট পৃথ্বীরাজ চৌহান’-এ রাজা সোমেশ্বরের চরিত্র। তাঁর অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘উড়ান’, ‘কহনে কো হমসফর হ্যায়’, ‘ক্যাঁয়ো কি সাস ভি কভি বহু থি’ এবং ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো ধারাবাহিক।
সবমিলিয়ে ‘আদালত সিজন ৩’ নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, রনিত রায়ের বক্তব্যে ভক্তদের মনে কিছুটা আশার সুর বাজছে। Sony যদি শেষমেশ কেডি পাঠককে ফিরিয়ে আনে, তবে সেটা হবে নিঃসন্দেহে ছোট পর্দার অন্যতম প্রত্যাবর্তন।
এসএন