এই প্রজন্মের দক্ষিণী সিনেমার নতুন পোস্টারবয় ধ্রুব বিক্রম এবার নামছেন একেবারে নতুন যুদ্ধক্ষেত্রে—চলন্ত ট্রেনের ভিতর রক্তাক্ত অ্যাকশনে ভরপুর ‘কিল’ ছবির তামিল রিমেক নিয়ে। র’ ভায়োলেন্স, বাস্তবিক স্টান্ট আর হৃদয়কাঁপানো থ্রিলের এই যাত্রা শুরু হচ্ছে রমেশ বর্মার পরিচালনায়।
মূল হিন্দি ছবি ‘কিল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। করণ জোহর ও গুনীত মঙ্গার প্রযোজনায় নির্মিত ছবিটি বলিউডে অ্যাকশন ঘরানায় এক নতুন অধ্যায় তৈরি করেছিল। রুদ্ধশ্বাস কমব্যাট, চলন্ত ট্রেনের মধ্যকার নির্মম যুদ্ধ, আর একটানা উত্তেজনার কারণে এটি দ্রুতই কাল্ট মর্যাদা পায়। সেই ছবিকেই এবার রিমেক করা হচ্ছে তামিল ভাষায়, মুখ্য চরিত্রে থাকছেন ধ্রুব বিক্রম।
ধ্রুব বিক্রম ইতিমধ্যেই ‘মহান’ ও ‘আদিত্য বর্মা’র মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা ও আবেগের গভীরতা প্রমাণ করেছেন। তবে ‘কিল’ রিমেক হতে চলেছে তাঁর সবচেয়ে শারীরিকভাবে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি। ভক্তরা আশাবাদী, এই ছবির মাধ্যমে ধ্রুব আরও শক্ত করে তুলবেন তাঁর অ্যাকশন হিরোর ইমেজ।
ছবিটি এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। নির্মাতারা খুব শিগগিরই শুটিং শুরু করবেন বলে জানা গেছে। তামিল সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা।
এদিকে ধ্রুব বিক্রমের হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট—‘বাইসন’। মারি সেলভারাজ পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৭ অক্টোবর, ২০২৫। সেখানে তাঁর বিপরীতে থাকবেন অনুপমা পরমেশ্বরন। একদিকে ইন্টেন্স চরিত্র, অন্যদিকে এক্সপেরিমেন্টাল ঘরানা—এই ভারসাম্য বজায় রেখে নিজের ক্যারিয়ার সাজাচ্ছেন ধ্রুব।
‘কিল’ রিমেকের মাধ্যমে রক্ত, প্রতিশোধ আর বেঁচে থাকার যুদ্ধ শুরু করতে চলেছেন ধ্রুব বিক্রম। স্টাইলিশ অ্যাকশন আর আবেগের দুর্দান্ত মিশ্রণে এই ছবি হতে চলেছে তামিল সিনেমার এক নতুন অধ্যায়।
এসএন