তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দুপুর ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। টাইগারদের সামনে তাই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে আজকের ম্যাচটি।
কলম্বোর আগের ম্যাচের তুলনায় ক্যান্ডির উইকেট হবে আলাদা। পরিসংখ্যান অনুযায়ী, পাল্লেকেলে স্টেডিয়াম বেশিরভাগ সময়ই হাইস্কোরিং ম্যাচ উপহার দিয়েছে। ফলে টস জিতে ব্যাটিং নেওয়াটাই হতে পারে আদর্শ সিদ্ধান্ত। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, তবে বড় স্কোর গড়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ইনজুরির কারণে অনিশ্চয়তায় আছেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলতে না পারলে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি ব্যাটার নাঈম শেখ, যিনি ঘরোয়া ক্রিকেটে বেশ ফর্মে ছিলেন।
এছাড়া বোলিং বিভাগে বাড়তি গতি আনতে একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। তাকে দেখা যেতে পারে তানভীর ইসলাম বা শামীম হোসেনের জায়গায়। অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।
টিকে/