প্রিয়াঙ্কা চোপড়া - এক গ্লোবাল তারকা, যিনি নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন হলিউড এবং বলিউডে সমান দক্ষতায়। তবে এই সাফল্যের পরেও তিনি এক মুহূর্তের জন্য থেমে থাকেননি। তার সাম্প্রতিক বক্তব্য এবং কাজের ধরণ থেকে স্পষ্ট যে, তিনি এখন কেবল পর্দায় উপস্থিত থাকতে চান না, বরং গল্পের চালক হিসেবে সামনে থাকতে চান।
‘হেডস অফ স্টেট’ ছবিতে তিনি ছিলেন শুধুমাত্র এক টোকেন নারী চরিত্র নন, বরং পুরো গল্পের মেরুদণ্ড। পরিচালক নিজেই জানিয়েছেন, এটি এমন এক গল্প যেখানে নারী চরিত্রই নেতৃত্ব দেয় - অনুসরণ করে না। প্রিয়াঙ্কা নিজে এই চরিত্রে কাজ করেছেন দৃঢ় বিশ্বাস নিয়ে। তার ভাষায়, কেবল গ্ল্যামার দেখানোর জন্য কাজ করার আগ্রহ তার নেই। তিনি এমন গল্পের খোঁজে আছেন যেখানে নারী চরিত্রের থাকবে ওজন, থাকবে প্রভাব এবং থাকবে দায়িত্ব।
প্রিয়াঙ্কার মতে, এখন এমন পরিচালকদের প্রয়োজন যারা নারীদের অ্যাকশন কিংবা থ্রিলার গল্পের চালকের আসনে বসাতে চান, যারা চমক নয় বরং গভীরতা তৈরি করেন। আর এ ধরনের গল্পেই তিনি নিজেকে খুঁজে পান।
অ্যাকশন জগতেও প্রিয়াঙ্কার স্পষ্ট পছন্দ রয়েছে। তার কাছে স্বপ্নের সহশিল্পী হলেন টম ক্রুজ। তার মতে, টমের মধ্যে যে নিখুঁত অঙ্গীকার, তীব্রতা ও কাঁচা শক্তি রয়েছে - সেটিই অনুপ্রাণিত করে। একই তালিকায় আছেন অক্ষয় কুমারও। সুযোগ পেলে প্রিয়াঙ্কা এক মুহূর্ত না ভেবেই টম ক্রুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি।
‘কোয়ান্টিকো’, ‘সিটাডেল’ থেকে শুরু করে ‘হেডস অফ স্টেট’ - প্রতিটি কাজেই প্রিয়াঙ্কা তৈরি করছেন এমন এক ব্র্যান্ড, যেখানে নারী চরিত্র কেবল পাশে থাকা নয়, বরং গল্পের চালিকা শক্তি। তার এই অবস্থান অনেক নতুন অভিনেত্রীকেও উৎসাহ দিচ্ছে ভিন্নধর্মী, শক্তিশালী এবং নিজস্ব স্বর নিয়ে সামনে আসতে।
টিকে/