২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় সিনেমাগুলোর তালিকায় এক নম্বরে নিঃসন্দেহে উঠে এসেছে ‘এসএসএমবি ২৯’। মহেশ বাবু ভক্তদের জন্য এবার এল বহু কাঙ্ক্ষিত সুখবর—আগামী ৯ আগস্ট, সুপারস্টারের জন্মদিনে প্রকাশ পেতে চলেছে এই ছবির প্রথম ঝলক। আর এই ঘোষণার পর থেকেই চড়ে বসেছে উত্তেজনার পারদ।
সিনেমাটি শুধু দক্ষিণ ভারতের নয়, গোটা দেশের একটি বৈশ্বিক চলচ্চিত্র প্রজেক্টে রূপ নিচ্ছে। পরিচালনায় রয়েছেন এস এস রাজামৌলি, যিনি ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো চলচ্চিত্র দিয়ে ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক মানচিত্রে। এবার তাঁর সঙ্গী মহেশ বাবু—দুই তারকার এই প্রথম যুগলবন্দি নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি ইতোমধ্যেই বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ। সংগীত পরিচালনায় রয়েছেন এম এম কীরাভানী, যিনি ‘নাটু নাটু’ দিয়ে অস্কার জয় করেছেন।
এই আন্তর্জাতিক কাস্টিং ও নির্মাণ পরিকল্পনার মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ কেবল একটি সিনেমা নয়, এটি এক বৈশ্বিক প্রযোজনা। যদিও ছবির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে এটি হতে পারে ভারতীয় পুরাণের আধুনিক রূপ বা একটি আন্তর্জাতিক গোয়েন্দা অভিযানের গল্প।
৯ আগস্ট জন্মদিনকে কেন্দ্র করে যে টিজার বা প্রথম ঝলক আসছে, তা নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে জোয়ার। ‘এসএসএমবি ২৯’-এর হ্যাশট্যাগে পোস্টের পর পোস্ট, ভক্তদের প্রতিক্রিয়া যেন প্রমাণ করছে, এটি কেবল একটি সিনেমার প্রতীক্ষা নয়, বরং এক দিগন্তজয়ী সিনেম্যাটিক ঘটনার সূচনা।
পরিচালক রাজামৌলির নিজস্ব স্টাইল, মহেশ বাবুর ক্যারিশমা, প্রিয়াঙ্কার গ্লোবাল পরিচিতি ও কীরাভানীর সুর—সব মিলিয়ে এটি হতে চলেছে এমন একটি অভিজ্ঞতা, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
এসএন