পিএসজির মুখোমুখি হওয়ার আগেই সংকটে রিয়াল

স্পেন ও ইউরোপীয় মঞ্চে শিরোপাহীন মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদ সান্ত্বনা পেতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। তবে তাদের ফাইনালের আরেক ফাইনালে (সেমিফাইনাল) লড়তে হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। আজ (বুধবার) রাত ১টায় ক্লাব বিশ্বকাপের সেমিতে দুই দল মুখোমুখি হবে। তার আগে বিড়ম্বনায় পড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের। বিরূপ আবহাওয়ায় রিয়ালের ফ্লাইট নির্ধারিত সময়ে পৌঁছায়নি।

একই কারণে পিএসজির বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও হাজির হতে পারেননি রিয়ালের কোচ জাভি আলোনসো। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়বে পিএসজি ও রিয়াল। যার জন্য মায়ামি থেকে নিউইয়র্ক হয়ে ‍উড়ে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিয়াল মাদ্রিদ সংশ্লিষ্টদের বহনকারী বিমান। তাদের পৌঁছাতে দেরি হতে পারে জেনে আলোনসোর সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে দেওয়া হয় স্থানীয় সময় রাত ৮.১৫–তে। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের বহর নিরাপদে এসে নামে ৮.৫২ মিনিটে। এরই মাঝে তাদের সংবাদ সম্মেলন বাতিল করে ফিফা।



সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বলছে, রিয়ালের সংবাদ সম্মেলন ছাড়াও মিক্সড জোনে কথা বলার সূচি ঠিক ছিল রাত সাড়ে ৭টা থেকে ৭.৪৫ মিনিটের মাঝে। সেখানে কোচ আলোনসো ছাড়াও রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া, ফেদেরিকো ভালভার্দে ও জ্যাকব র‌্যামন থাকার কথা ছিল। কিন্তু তাদের দেরি হবে জেনে বাতিল করা হয় মিক্সড জোন পর্ব। পরে ৭.২৮ মিনিটেও তাদের মাঝ আকাশে থাকার কথা জানার ৬ মিনিট পর রিয়ালের এদিনের সংবাদ সম্মেলনই বাতিলের ঘোষণা দেয় ফিফা। 

রিয়াল কোচ আলোনসোর অনুপস্থিতির কথা জেনে পিএসজি কোচ লুইস এনরিকে জানতে চান, ‘তিনি এখনও আসেননি? সত্যি? অবশ্য এটি আমার কাছে কোনো বিষয় মনে হয় না। আমি তাদের ফ্লাইটে সমস্যার কথা জানতাম না। আশা করি তারা নিরাপদে পৌঁছাবে।’ এর আগে কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। এরপর তারা নিউইয়র্কে অবস্থান করার পরিকল্পনা করেছিল। পরে সেটি পরিবর্তন করে তারা ফ্লোরিডার পাম বিচেই সময় কাটায়। পরবর্তীতে টুর্নামেন্টের বাকি অংশের প্রস্তুতি সারায় মনোযোগ দেয় লস ব্লাঙ্কোসরা।

এদিকে, ম্যাচের আগে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার বাধ্যবাধকতা আছে ফিফার নিয়মে। ক্লাব বিশ্বকাপের নীতিমালায় ৪.৩ (ই) অনুচ্ছেদে বলা আছে– ‘ফিফা আয়োজিত সংবাদ সম্মেলন ও অন্যান্য কার্যক্রমে ফিফা মিডিয়া ও মার্কেটিং নীতিমালা মেনে অংশগ্রহণ করতে হবে। যদি না ফিফা নতুন করে কোনো চিঠি, নীতিমালা, ভিন্ন সিদ্ধান্ত কিংবা নির্দেশনা না দেয়।’ এ ছাড়া ৪.৫ অনুচ্ছেদে প্রতিটি দলের ফিফার আনুষ্ঠানিক সকল কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আরও জোর দেওয়া হয়। ফলে রিয়ালের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি শাস্তির শঙ্কাও তৈরি করেছে!

এ নিয়ে জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পায়নি দ্য অ্যাথলেটিক। পরে রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র জানিয়েছেন, অপরিহার্য বিড়ম্বনায় পড়ে রিয়াল সংবাদ সম্মেলন মিস করলেও তাদের কোনো জরিমানা কিংবা শৃঙ্খলা ভঙ্গের মতো শাস্তির মুখে পড়তে হবে না।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সব হজ এজেন্সিকে হাবের সদস্যপদ নিতে হবে Jul 10, 2025
img
ট্রাম্পের শুল্ক চিঠির তালিকায় আরও ৬ দেশ Jul 10, 2025
img
সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক: নাহিদ ইসলাম Jul 10, 2025
img
রংপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ২৫ Jul 10, 2025
img
বিনিয়োগ খুঁজতে চীন সফরে যাচ্ছেন বিডার চেয়ারম্যান Jul 10, 2025
img
রাজনীতিবিদরা সামনে বড় বড় কথা বলেন, ভিতরে ভিতরে চলে বোঝাপড়া: সারজিস আলম Jul 10, 2025
img
বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম Jul 10, 2025
img
সকালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা Jul 10, 2025
img
বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা: হাসনাত আব্দুল্লাহ Jul 10, 2025
img
এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ Jul 10, 2025
img
শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম Jul 10, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট Jul 10, 2025
img
আমাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংকট আছে: লিপু Jul 10, 2025
img
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৯ কেজি রুপা জব্দ Jul 10, 2025
img
১৫ বছর আগের থেকে অনেক বেশি যোগ্য ও পরিবর্তিত তারেক রহমান: মান্না Jul 10, 2025
img
সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ Jul 10, 2025
img
১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার Jul 09, 2025
img
টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিনকে নেওয়ার কারণ জানালেন অধিনায়ক লিটন Jul 09, 2025
img
বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থানে বাংলাদেশ Jul 09, 2025
img
জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে Jul 09, 2025