ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে তেহরানের সহযোগিতা থামবে না কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তা একটি নতুন রূপ নেবে।
শনিবার (১২ জুলাই) এ কথা জানান আরাঘচি।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু।
তেহরানে অবস্থিত বিদেশি মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে, আরাঘচি জোর দিয়ে বলেন যে, পরমাণু বিস্তার রোধ ব্যবস্থা এত সহজেই লঙ্ঘন করা হচ্ছে তা যতটা না ইরানের জন্য ক্ষতি হচ্ছে, তার আগে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনের জন্য ক্ষতি বেশি হচ্ছে।
এদিকে, তিনি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বদা শান্তিপূর্ণ ছিল এবং তাই থাকবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন যে তেহরান এনপিটির সদস্য থাকবে।
বলেন, ‘সংসদীয় আইন অনুসারে, আমাদের সহযোগিতা সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। আইএইএ এর সহযোগিতার অনুরোধগুলোও এই পরিষদ কেস-টু-কেস পর্যালোচনা করবে, বা সিদ্ধান্ত নেবে।’
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ জুন তেল আবিব ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা চালানোর মধ্য দিয়ে ১২ দিনের সংঘর্ষ শুরু হয়।
এরপর আইএইএ এর সাথে সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় তেহরান।
টিকে/