বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না।
শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদ স্মরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়ার বিএনপিতে কোনো সন্ত্রাী-চাঁদাবাজ-খুনিদের স্থান হয়নি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এদের সবাইকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি বলেন, ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিএনপি চায় অপরাধীদের কোনো ছাড় নয়, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
দুলু আরও বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচন বিষয়ে দেশের মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছে। ঠিক তখন থেকে নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু দেশের মানুষ পিআর নয়, ফেয়ার নির্বাচন চায়।
একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে অভিযোগ করে তিনি বলেন, তারা বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংক লরি ও কার্ভাড ভ্যানের শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম-হ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ।
আরআর/টিকে