তিন দশক পেরিয়ে গেছে, কিন্তু দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে যেন আজও জীবন্ত। শাহরুখ খান ও কাজল অভিনীত এই কালজয়ী প্রেমকাহিনি ভারতীয় সিনেমার ইতিহাসে রূপকথার মতো জায়গা দখল করে রেখেছে। আর তার ৩০ বছর পূর্তিতে পুরনো দিনগুলোকে আবারও মনে করে আবেগে ভাসলেন কাজল।
এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘সুইজারল্যান্ডে পাহাড় গড়িয়ে পড়া, গরুর খোঁয়াড়ে শাড়ি পরা—সবই ছিল যেন এক পাগলাটে ছুটির গল্প!’ কাজলের মতে, এই ছবির শুটিং ছিল অনেকটা কাজ আর ছুটির এক অপূর্ব মিশ্রণ—যেখানে মিশে ছিল আনন্দ, বিশৃঙ্খলা আর একান্ত আবেগ।
তিনি মনে করেন, সিনেমাটির আজও এতটা জনপ্রিয় থাকার পেছনে মূল কারণ এর শক্তিশালী চিত্রনাট্য, শাহরুখের সেই বিখ্যাত সংলাপগুলো, আর ৯০ দশকের সেই সরল, গভীর প্রেমের ছোঁয়া। দর্শক প্রজন্ম বদলালেও ডিডিএলজে-র আবেদন থেকে যায় একই রকম।
কাজল বলেন, “তখন আমরা জানতাম না, এই ছবিটি একদিন ইতিহাস হয়ে উঠবে। আমরা শুধু মন খুলে কাজ করেছিলাম। আর সেই আবেগটাই বোধহয় পর্দায় ফুটে উঠেছিল।”
ডিডিএলজে’র মতো ছবির পেছনের এই ছোট ছোট গল্পগুলো যেন আজও প্রমাণ করে, কেন এই ছবিটি শুধুই এক সিনেমা নয়—বরং একটা অনুভব, একটা সময়ের প্রতীক।
এফপি/টিএ