দক্ষিণী সিনেমা জগতে এখন এক নতুন নাম ঝলক দিচ্ছে—মামিতা বাজু। প্রেমালু দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যস্ত নায়িকার জায়গা দখল করে নিয়েছেন। একের পর এক বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি, আর সেই তালিকায় নেই রাশমিকা মান্দানা কিংবা শ্রীলীলার মতো প্রতিষ্ঠিত তারকারাও।
মামিতার হাতে এখন আটটি নতুন ছবির কাজ। তার বিপরীতে থাকছেন ধানুশ, সুরিয়া, থালাপতি বিজয়ের মতো দক্ষিণী সুপারস্টাররা। তরুণদের মধ্যে প্রদীপ রঙ্গনাথন ও সঙ্গীত প্রতাপের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। আবার নিভিন পলির বিপরীতেও একটি মালায়ালাম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মামিতা।
এদিকে, প্রেমালু ২ নিয়েও চলছে জোর আলোচনা। প্রথম কিস্তির সাফল্যের পর দর্শকদের আগ্রহ এখন দ্বিতীয় পর্ব ঘিরে। আর সেখানে মামিতার উপস্থিতি নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন অনেকে।
তার এই উত্থানের পেছনে রয়েছে প্রাণবন্ত অভিনয়, সহজাত স্বাভাবিকতা আর ভিন্ন ঘরানার চরিত্রে মানিয়ে নেওয়ার দক্ষতা। শুধু মালায়ালাম বা তামিল নয়—দক্ষিণী সব ইন্ডাস্ট্রিতেই এখন মামিতাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
এই প্রজন্মের নতুন মুখদের মধ্যে মামিতা বাজু এখন শুধু সম্ভাবনার নাম নয়, বরং হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের এক নতুন মুখ, যিনি হয়তো আগামী দিনের সুপারস্টার।
এফপি/টিএ