‘কান্তারা’-র পর রিশভ শেট্টি যেন রূপ নিয়েছেন দক্ষিণী ঐতিহ্য আর আধ্যাত্মিক বাস্তবতার নতুন মুখপাত্র। সেই ঢেউ না থামতেই এবার খবর—তিনি হতে পারেন শ্রীকৃষ্ণদেবরায়, ভারতের ইতিহাসের এক কিংবদন্তি সম্রাট। পরিচালক অশুতোষ গোয়ারিকরের নতুন মহাকাব্যিক ছবিতে এই ঐতিহাসিক চরিত্রে দেখা যেতে পারে রিশভকে।
‘লগান’, ‘যোদ্ধা আকবর’-এর মতো ইতিহাসনির্ভর চিত্রনাট্য দিয়ে যিনি নিজেই বলিউডের ইতিহাস নির্মাতা হয়ে উঠেছেন, সেই গোয়ারিকার বহুদিন পর পরিচালনায় ফিরছেন। তাঁর এই নতুন প্রকল্প হতে চলেছে সর্বভারতীয় স্তরের ঐতিহাসিক ছবি—যেখানে রাজনীতি, সংস্কৃতি আর যুদ্ধজয়ের কাহিনি একত্রিত হবে পর্দায়।
যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু দক্ষিণ ভারতের কন্নড়, তেলেগু, ও তামিল চলচ্চিত্র মহলে এই খবর নিয়ে উত্তেজনা তুঙ্গে। এর আগে এনটিআর ও বালকৃষ্ণার মতো কিংবদন্তিরা এই চরিত্রে অভিনয় করেছেন। সেই ঐতিহ্যের সঙ্গেই এবার রিশভ শেট্টির নাম জুড়তে চলেছে—এমনটাই প্রত্যাশা।
এই মুহূর্তে রিশভ কাজ করছেন ‘জয় হনুমান’ ও ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্র নিয়েও, যা তাঁকে ক্রমেই ভারতের নতুন ঐতিহাসিক মুখে পরিণত করছে।
গোয়ারিকরের এই ছবি শুধু ইতিহাসভিত্তিক নয়—এ এক সাংস্কৃতিক প্রতিরূপ, যা দক্ষিণ ভারতের ভিজয়নগর সাম্রাজ্যের বিস্মৃত গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে। আর সেই দায়িত্ব নিতে চলেছেন রিশভ শেট্টির মতো সময়ের অন্যতম প্রতিভাধর অভিনেতা।
এসএন