বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আগের দিনে ছাগল অন্যের ক্ষেতে ধান খেতে গেলে খোয়াড়ে দিয়ে আসতো। আমাদের পলিটিক্যাল পার্টির কাছে, সমাজের কাছে কোনো খোয়াড় সিস্টেম আছে নাকি? যে এখানে সামাজিক নৈরাজ্য সৃষ্টি করবে তাকে আমি খোয়াড়ে ভরে রাখবো? সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, মিটফোর্ড হাসপাতালের ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি বলছি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে।
কিস্তু আইনি ব্যবস্থা নিচ্ছেন না। তার মানে ইউ আর এলাউইং ইট। নৈরাজ্য করার জন্য, মব করার জন্য আপনি এলাও করছেন।
বহিষ্কার করার পরে আর কি করতে পারি উল্লেখ করে রিপন বলেন, এই যে জঘন্য অপরাধটার সঙ্গে যে যুক্ত সে তো আমার দলের লোকই না, বরং ভিকটিম আমার দলের লোক।
আমরা সাফারার, আমরা ভিকটিম।
রিপন আরো বলেন, আমি ছবি দেখিয়ে বলেছি তাকে গ্রেপ্তার করছেন না কেন? ফায়ারিং স্কোয়াডে দেন। একটা আইন করেন, সামারি ল করেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা সামারি ট্রায়াল করে এই ক্রিমিনালগুলোকে সরাসরি একেবারে প্রকাশ্যে গুলি করার ব্যবস্থা করেন।
টিকে/