বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিতে আগ্রহী তাইজুল!

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে যখন অনিশ্চয়তা, তখন নিজের নামটি সরাসরি আলোচনায় আনলেন তাইজুল ইসলাম। দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার স্পষ্টভাবে জানিয়ে দিলেন—অধিনায়কত্বের দায়িত্ব পেলে তিনি তৈরি।


সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন, আমার মনে হয়, অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না, দায়িত্বের বিষয়। সুযোগ এলে অবশ্যই নিতে প্রস্তুত।


নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর, বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে তার অধ্যায় শেষ হয়েছে। শান্তর অধিনায়কত্বে জয় পেয়েছে ৪টি টেস্ট, হার ৯টি, ড্র ১টি—জয় হার ২৮.৫৭%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।




তার পরে অধিনায়ক নিয়ে নানা গুঞ্জন চললেও এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। কেউ কেউ মনে করেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেই টেস্টেও নেতৃত্ব দেওয়া উচিত। তবে বোর্ডের ভেতরে আলাদা ফরম্যাটে আলাদা নেতৃত্বের চিন্তা ঘুরছে।

টেস্ট দলে নিয়মিত একাদশে থাকা হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের একজন তাইজুল। ২০১৪ সাল থেকে দেশের জার্সিতে খেলে আসছেন তিনি। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটও তার দখলে। ফলে বোর্ড চাইলে অভিজ্ঞতার কারণে তাকেই দায়িত্ব দিতে পারে।

তাইজুলের ভাষায়, ‘অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি—দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’

২০২১ সালের শ্রীলঙ্কা সিরিজের পর থেকে তাইজুলের বোলিং হয়ে উঠেছে আরও আঁটসাঁট। একসময় দেশের বাইরে ব্যয়বহুল হলেও এখন বলের গতি নিয়ন্ত্রণ, লাইন-লেন্থে ধারাবাহিকতা, এবং ভ্যারিয়েশনে অভিজ্ঞতা স্পষ্ট।

তার ভাষায়, ‘বয়স এবং অভিজ্ঞতা—এই দুইটা এখন আমার পক্ষে কাজ করছে। আগে বিদেশে এত টেস্ট খেলিনি। এখন জানি কোথায় বল ফেলতে হবে। প্রতিনিয়ত উন্নতি করছি, আলহামদুলিল্লাহ।’

তাইজুলের মতে, পেস ভ্যারিয়েশন এখন তার অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। ‘একটা বল যদি ধীরে আসে, আরেকটা দ্রুত—ব্যাটার বিভ্রান্ত হবে। একই গতি দিয়ে একবার টার্ন, আরেকবার সোজা গেলে সেটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন হয়ে পড়ে।’

দলের প্রয়োজনের সময় দায়িত্ব নেওয়ার মানসিকতা, অভিজ্ঞতা, এবং মাঠে ধারাবাহিকতা—সব মিলিয়ে তাইজুল ইসলাম এখন টেস্ট দলের নেতৃত্বের অন্যতম যোগ্য দাবিদার।

বোর্ড শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, সেটা সময়ই বলবে। তবে তাইজুল নিজের নামটি এখন জোরালোভাবেই রেখে দিলেন আলোচনার কেন্দ্রে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
১৯ জুলাই জামায়াতের সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সঙ্গে বৈঠক Jul 15, 2025
রেল মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা হাতে পেলেন ড. মইনউদ্দিন Jul 15, 2025
img
আগামী রমজানের আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জানালেন রিজভী Jul 15, 2025
img
আদালতে বিএসবির বাশারকে কিল-ঘুষি-লাথি, ডিম নিক্ষেপ Jul 15, 2025
img
ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার Jul 15, 2025
img
ছাত্ররা থাকবে পাঠকক্ষে, ক্লাসরুমে, সচিবালয়ে ওদের কাজ কী: প্রশ্ন রিজভীর Jul 15, 2025
img
'হরি হরা বীরা মল্লু-পার্ট টু' নিয়ে নিধির উক্তিতে হতাশ ভক্তরা Jul 15, 2025
img
যে কারনে বার বার প্রত্যাখ্যান হচ্ছে বাংলাদেশিদের ভিসা Jul 15, 2025
img
নানির নতুন সিনেমায় সাহসী চরিত্রে কায়াদু লোহার Jul 15, 2025
img
মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল : নাহিদ ইসলাম Jul 15, 2025
img
পুলিশ সদস্যদের কোনো অনিয়ম সহ্য করা হবে না: ডিআইজি রেজাউল করিম Jul 15, 2025
img
বলিউডে শোকের ছায়া, বিনোদন জগত হারালো এক নক্ষত্র Jul 15, 2025
img
‘সাকিব থাকার সময় দল সাজানো সহজ ছিল’ Jul 15, 2025
img
এমন অভিজ্ঞতা এবারই প্রথম : তোরসা Jul 15, 2025
img
বাণিজ্যের নামে কোন গোপন চুক্তি চলবে না: সিপিবি Jul 15, 2025
img
দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা Jul 15, 2025
img
শামীম ওসমানের সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সন্দেহভাজন লেনদেন: দুদক Jul 15, 2025
img
ইসির নির্বাচনী প্রস্তুতিতে একযোগে ৫১ কর্মকর্তার বদলির Jul 15, 2025
img
প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান থাকার কারণ জানালেন জন Jul 15, 2025
img
শাহজালাল বিমানবন্দরে লাগাতার অনিয়ম, আশাহত প্রবাসীরা! Jul 15, 2025