জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন। এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের ফজলুল হক এভিনিউস্থ সড়কের নগর ভবনের সামনে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, কোনো দলের সহিসংতা মেনে নেব না। নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাদের ইনটেনশন ভালো নয়।
এ সময় তিনি আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে সারা বাংলাদেশের মানুষের ইশতেহার নিয়ে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের লক্ষে আয়োজিত সমবেশে যোগদানের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদ সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, বরিশালের মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরে সাংগঠনিক মাহিন মোর্শেদ প্রমুখ।
পিএ/টিএ