‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো—আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।

গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে যারা নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে প্রথমবারের মতো বুধবার পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়াও দেশব্যাপী মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো আজ দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদকে।

অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় এই দিনে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ছয় জন শহীদ হন।

তিনি বলেন, ক্ষণজন্মা অকুতোভয় এই বীরদের আত্মদান আন্দোলনে তীব্র গতির সঞ্চার করে। প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমে আসে লাখো শিক্ষার্থী-শ্রমিক-জনতা। আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে শহীদদের সংখ্যা।

প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য ও কোটাবিরোধী আন্দোলন অচিরেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সর্বস্তরের মানুষের দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার। হাজারো শহিদের রক্তের বিনিময়ে হয় মুক্তির নতুন সূর্যোদয়।

শহীদদের স্মরণ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক ইউনূস জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে ধরে রাখতে এবং শহীদ পরিবার ও আহতদের কল্যাণে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও গেজেটে প্রকাশের কার্যক্রম চলমান আছে।

তিনি আরও জানান, প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আহত জুলাই যোদ্ধাদের কল্যাণেও একই রকম নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ক্ষুদে ভক্তকে জড়িয়ে ধরে সবার হৃদয় জয় করলেন সালমান খান Jul 16, 2025
img
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই : হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল Jul 16, 2025
img
জন্মদিনে স্ত্রীর গালে চুমু এঁকে প্রেম প্রকাশ ভিকির Jul 16, 2025
img
কোথায় হারিয়ে গেলেন ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা Jul 16, 2025
img
‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামে গান নিয়ে এলেন সায়ান Jul 16, 2025
img
সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা Jul 16, 2025
img
মুন্নী সাহা-কবির দম্পতির ১৮ কোটি টাকা অবরুদ্ধ Jul 16, 2025
img
বলিউডে ইতিহাস গড়তে আসছে ৪ হাজার কোটির ‘রামায়ণ’ Jul 16, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম Jul 16, 2025
img
৪২ তম বসন্তে নতুন সাফল্যের গল্প লিখছেন ক্যাটরিনা কাইফ Jul 16, 2025
img
শেখ মেহেদির ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা Jul 16, 2025
img
জুলাই নাম ভাঙিয়ে ডাক না দিতে এনসিপিকে সতর্ক করলেন ফারজানা সিঁথি Jul 16, 2025
img
ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মশাল মিছিল Jul 16, 2025
img
ভারত না আসায় আগস্টে দেশের বাইরে সিরিজ আয়োজনের ভাবনা বিসিবির Jul 16, 2025
img
কর্ণাটক সরকারের নির্দেশ, টিকিটের দাম ২০০ টাকার বেশি নয় Jul 16, 2025
img
এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন খুলনায়, সংবাদ সম্মেলন রাত সাড়ে ৯টায় Jul 16, 2025
img
সাময়িক বরখাস্ত এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল Jul 16, 2025
img
‘সিয়ারা’ না ‘সিতারা’? নাম নিয়ে শুরু অনুরাগীদের আলোচনা Jul 16, 2025
img
গোপালগঞ্জে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ Jul 16, 2025
img
মীর সাব্বিরের নতুন সিনেমা ‘কুটু’, এবার পুরো গ্রামকেন্দ্রিক গল্প Jul 16, 2025