বলিউডের সবচেয়ে আলোচিত জুটির একটি হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভালোবাসা আর বন্ধুত্বের মিশেলে গড়া এই দম্পতির সম্পর্কের রসায়ন বারবার নজর কেড়েছে অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম নয়।
১৬ জুলাই ক্যাটরিনা কাইফের ৪২তম জন্মদিনে ভিকি কৌশল নিজের ভালোবাসার মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন এক হৃদয়ছোঁয়া পোস্ট। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিকি কয়েকটি মধুর ছবি প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ছবিগুলোর মধ্যে আছে নানা রঙের মুহূর্ত। এক ছবিতে ক্যাটরিনাকে দেখা যায় হাসিমুখে, যেখানে ভিকি ক্যামেরা হাতে তাঁর ছবি তুলছেন। আরেক ছবিতে দেখা যায় ভিকি শক্ত করে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে রয়েছেন এবং তাঁর গালে একটি চুমু এঁকে দিয়েছেন।
অন্য এক ছবিতে তারা দুজন প্রকৃতির মাঝে বসে সময় কাটাচ্ছেন। আছে সমুদ্রতীরের ছবিও, যেখানে সাদা শার্টে ক্যাটরিনা রোদেলা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছেন। সেই ছবি যেন একান্ত ভালোবাসার গল্প বলে।
ভিকির পোস্টের লেখা ছিল সহজ, কিন্তু গভীর। তিনি লিখেছেন, ‘‘হ্যালো জন্মদিনের মেয়ে! আমি তোমায় ভালোবাসি।’’
এই কয়েকটি শব্দেই প্রকাশ পেয়েছে তাঁর মনের গভীর অনুভূতি। এই পোস্ট প্রকাশের পর থেকে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। ভিকি-ক্যাটরিনার ভালোবাসা নিয়ে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।
বলিউডের এই জুটির সম্পর্কের রসায়ন বহুদিন ধরেই মানুষের মন জয় করে আসছে। জন্মদিনে প্রকাশিত এই পোস্ট যেন তাদের ভালোবাসার নতুন এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল।
এফপি/টিএ