শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলল বাংলাদেশ। এই জয়ে টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
আজ বুধবার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ১৩২ রান সংগ্রহ করে। বল হাতে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা।
পরবর্তীতে মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় লিটন দাসের দল। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার।
যদিও শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের, কোনো রান না করেই ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন৷ এরপর দলের হাল ধরেন লিটন এবং তানজিদ তামিম। পরে লিটন ৩২ রানে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে অপরাজিত ৭৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। তাকে সঙ্গ দেন ২৭ রান করা তাওহীদ হৃদয়।
এর আগে স্পিনার শেখ মেহেদীর বোলিং দাপটে কুল কিনারা হারিয়ে ফেলে লঙ্কানরা৷ ১১ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি৷ এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অধিনায়ক লিটন। তেমনটাই জানিয়েছেন পুরস্কার বিতরণী মঞ্চে।
লিটন বলছিলেন, ‘এই মুহূর্তে কোনো ভাষা নেই বলার মতো, ক্রিকেটাররা তাদের ক্যারেক্টার দেখিয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আমরা ভালো খেলতে পারিনি, তবে শেষ দুই ম্যাচ ভালো খেলেছি। টসে জিতলে আমরাও আগে ব্যাট করতাম। এটা বড় জয় দেশের জন্য, কারণ আগে কখনো টি-টোয়েন্টি সিরিজ জয় করিনি তাদের সঙ্গে। সামনে এটা কাজে দেবে, মেহেদী দারুণ করেছে।’
আরআর