সিরিজ নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকাকে একাই ধসিয়ে দিলেন শেখ মেহেদি হাসান। এই অফ স্পিনার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলে সুযোগ পেয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন।
তার ঘূর্ণি বলে বিভ্রান্ত শ্রীলংকার ব্যাটসম্যানরা। শ্রীলংকার প্রথম সারির ৫ ব্যাটসম্যানের মধ্যে মেহেদি একাই আউট করেন ৪ ব্যাটসম্যানকে।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় শ্রীলংকা। পেসার শরিফুলের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুশাল মেন্ডিস।
এরপর শ্রীলংকা শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ সুযোগ পেয়েই বাজিমাত করেন মেহেদি।
তিনি নিজের প্রথম স্পেলে টানা তিন ওভারে একের পর এক সাজঘরে ফেরান শ্রীলংকার তিন অধিনায়ককে। প্রথমে আউট করেন সাবেক অধিনায়ক কুশাল পেরেরাকে।
তিন বছর পর এই ম্যাচ খেলতে নামা শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্দিমালকেও আউট করেন শেখ মেহেদি। নিজের তৃতীূয় ব্যাটসম্যান হিসেবে আউট করেন শ্রীলংকার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে।
৭.৪ ওভারে ৪৯ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় শ্রীলংকা। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই উইকেটের এক প্রান্ত আগলে রেখেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৫ রান।
ইউটি/টিএ