টানা দ্বিতীয়বার। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের গত আসরে ফাইনালে উঠেছিল, ফাইনালে উঠল এবারও। সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে শিরোপা নির্ধাারণী ম্যাচের টিকিট নিশ্চিত করল তারা। বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি গত বছর ফাইনালে উঠে শিরোপা জিতেছিল, এবারও পারবে তো?
১৮ জুলাই হবে আসরের ফাইনাল। ফাইনালের অন্য স্পটটির জন্য লড়াই গায়ানা অ্যামাজন, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে। রংপুর গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচটি খেলবে এই শেষ দলের বিপক্ষে।
প্রভিডেন্স স্টেডিয়ামে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে দুবাইকে ১৫০ রানে গুটিয়ে দিয়েছে রংপুর। সাকিব ব্যর্থ হয়েছেন টানা তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে ব্যাট হাতে ৫৮ ও বল হাতে ৪ উইকেট নেওয়ার পরের ২টি ম্যাচে তার স্কোর যথাক্রমে ৭ ও ৪। আজ করলেন ৩, বল হাতে নেন ১ উইকেট।
সাকিবের দলের সর্বোচ্চ রানসংগ্রাহক সেদিকুল্লাহ অটল। আফগান ওপেনার ৩১ বলে ৩৮ রান করেছেন। বাকিদের মধ্যে সঞ্জয় কৃষ্ণমূর্তি ২৭, ডমিনিক ড্রেকস ২২, কাইস আহমেদ ১৮ ও জেসে বুটান ১৫ রান করেন। রংপুরের হয়ে সাইফ হাসান ৩ ও খালেদ আহমেদ ২টি উইকেট পান। তাবরাইজ শামসি ছাড়া বাকিরা প্রত্যেকে একটি করে শিকার করেন।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। ৩২ বল মোকাবিলায় দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। এছাড়া ১৮ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ইব্রাহিম জাদরানের উইকেট হারায় রংপুর। ৩ বলে ১ রান করে ডমিনিক ড্রেকসের বলে এলবিডব্লিউ হন আফগান ব্যাটার। দ্বিতীয় উইকেটে হাল ধরেন সৌম্য সরকার ও কাইল মেয়ার্স। তাদের জুটিতে আসে ৩৭ রান। ১১ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ১৯ রান করে রোহান মুস্তফার শিকার হন মায়ার্স। এরপর ১৫ বলে ১১ রান করে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন।
দলীয় ৬৫ রানে সাকিবের শিকার হন সৌম্য। ২৮ বলে ৪ চারের মারে ৩৬ রান করেন তিনি। দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে দলের হাল ধরে আর কোনো বিপদ ঘটতে দেননি ইফতিখার ও নুরুল হাসান সোহান। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত ছিলেন ইফতিখার। আর ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। দুজনের অপরাজিত ৫৪ রানের জুটিতে জয়ের জন্য চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রংপুর।
আরআর