মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের মূল্য নিয়ে প্রায়ই নানারকম অভিযোগ শুনতে পাওয়া যায়। অতিরিক্ত খরচের কারণে মধ্যবিত্ত থেকে শুরু করে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমা দেখতে হলে যেতে পারেন না। এবার সব প্রেক্ষাগৃহে মাত্র ২০০ টাকায় সিনেমা দেখার কথা ঘোষণা করেছে কর্ণাটক সরকার।
শুধু আঞ্চলিক ভাষার ছবি নয়, রাজ্যটির সব প্রেক্ষাগৃহে যে কোনো ভাষার ছবির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
এই দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে করও। টিকিটের মোট দাম ২০০ টাকা ছাড়াবে না।
জানা গেছে, স্ক্রিনের ধরন বা আসনের ধরন যেমনই হোক, টিকিটের দামে কোনো পার্থক্য থাকবে না। কর্ণাটক সরকারের পক্ষ থেকে কর্ণাটক সিনেমা রেগুলেশন রুলস ২০১৪-এর কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কারও যদি কোনো আপত্তি থাকে বা কোনো পরামর্শ থাকে, তা হলে তাকে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে হবে। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা।
কর্ণাটক সরকারের এই প্রস্তাবনাকে প্রশংসা করেছে রাজ্যের মানুষ। তাদের দাবি, এবার মধ্যবিত্তের আওতায় প্রেক্ষাগৃহের টিকিট।
তবে অন্য প্রশ্নও উঠেছে। টিকিটের দাম কমলেও, প্রেক্ষাগৃহের খাবার যেমন, পপকর্ন ও নরম পানীয়ের দাম কি আদৌ কমবে না কি আরও বাড়বে?
এফপি/টিএ