লর্ডস টেস্টে দলকে জেতাতে সবটুকু নিঙড়ে দিয়েছিলেন ভারতের টেল এন্ডার মোহাম্মদ সিরাজ। শেষ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণ জুটি গড়ে জয়ের কাছাকাছিও চলে গিয়েছিলেন। তবে শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন সিরাজ। আর তাতে শেষ হয়ে যায় লর্ডস টেস্টে ভারতের যাবতীয় লড়াই। ভেঙে পড়েন সিরাজ। ব্যাটে ভর দিয়ে মাটিতে বসে পড়তে দেখা যায় ভারতীয় পেসারকে।
নিজেদের প্রাথমিক উচ্ছ্বাসের পর প্রায় সঙ্গে সঙ্গে সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। একে একে এগিয়ে আসেন হ্যারি ব্রুক, জো রুট ও জ্যাক ক্রলিরা। মাটিতে বসে পড়া সিরাজকে হাত ধরে টেনে তোলেন ব্রুক।
সিরাজের এমন ছবি লর্ডস টেস্টের আইকনিক দৃশ্য হয়ে রইলো। লর্ডস টেস্ট নিয়ে প্রথম বার মুখ খুললেন সিরাজ। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সিরাজ। লিখেছেন, “কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী শিক্ষা পেলেন তার জন্য।” অর্থাৎ লর্ডস টেস্ট থেকে যে অনেক কিছু শিখতে পেরেছেন সেটাই উঠে এসেছে সিরাজের লেখায়।
লর্ডস টেস্টটা এমনিতে খারাপ কাটেনি সিরাজের। প্রথম ইনিংসে দুই সেট ব্যাটসম্যান জেমি স্মিথ এবং ব্রাইডন কার্সের মতো দুই অর্ধশতরানকারীর উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট এবং ওলি পোপকে ফেরান।
বল গড়িয়ে গিয়ে উইকেটে লাগে। চেষ্টা করেও আটকাতে পারলেন না সিরাজ।
ম্যাচের পর সিরাজের ভূয়সী প্রশংসা করেন নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, “কোহলির মতো আবেগ রয়েছে ওর। সেই জন্যই কোহলির অধীনে অত ভালো খেলেছে। যদি ওকে তাঁতিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেন, তাহলে ওর চেয়ে বিপজ্জনক আর কেউ নেই। নিখুঁত বলের লাইন রেখে ওলি পোপকে আউট করেছে। ওর মতো কাউকে আপনি সব সময় দলে চাইবেন। ভারতের সমর্থকেরাও চায় সিরাজের মতো আবেগপ্রবণ ক্রিকেটারকে দলের হয়ে দেখতে।”
এদিকে, ম্যাচের পর দিন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন কোচ গৌতম গম্ভীরসহ সব সাপোর্ট স্টাফরাও। লর্ডসে শুভমানদের লড়াইয়ের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। সিরাজের দুর্ভাগ্যজনক আউটের কথাও শোনা যায় রাজার মুখে।
কেএন/এসএন