‘আমেরিকান আইডল’-এর একাধিক মৌসুমের সংগীত তত্ত্বাবধায়ক ও গিল্ড অব মিউজিক সুপারভাইজারস অ্যাওয়ার্ডপ্রাপ্ত রবিন কে এবং তার স্বামী, সংগীতশিল্পী থমাস ডেলুকাকে নিজ বাসায় নির্মমভাবে খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এনসিনোতে তাদের বাসায় আলাদা আলাদা রুম থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গত ১৪ জুলাই রবিবার রাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, ওই তারকা দম্পতিকে তাদের বাসার আলাদা কক্ষ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (১৫ জুলাই) আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে ডাকাতির কোনো যোগসূত্র মেলেনি। কারণ বাসা থেকে কোনো জিনিসপত্র চুরি যায়নি।
তবে হত্যাকাণ্ডের কয়েকদিন আগে থেকেই ওই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছিল।
জানা গেছে, গত সপ্তাহে ৯১১ নম্বরে একবার ফোন করা হয়েছিল। তখন বাড়ির ছাদে একটি এলএপিডি হেলিকপ্টার টহল দিয়েছিল। অভিযোগ ছিল, এক অজ্ঞাত ব্যক্তি বাসায় ঢোকার চেষ্টা করছে এবং তার কাছে অস্ত্র থাকতে পারে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
এবারও হত্যাকাণ্ডের আগের দিনগুলোতে সন্দেহজনক গতিবিধি দেখা যায় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তারা বলেছেন, চার দিন ধরে রবিন কে ও থমাস ডেলুকার কোনো খোঁজ ছিল না। পুলিশের নজরে আসে, বাসার মূল দরজায় রক্ত লেগে আছে। জানালা ভেঙে ভেতরে ঢুকতেই তারা এই জোড়া খুনের প্রমাণ পায়।
তবে কারা, কী উদ্দেশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
রবিন কে ‘আমেরিকান আইডল’-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ‘লিপ সিঙ্ক ব্যাটেল’-সহ আরও কয়েকটি জনপ্রিয় শোয়ের সংগীত তত্ত্বাবধায়ক হিসেবেও তার সুনাম রয়েছে। তার স্বামী ডেলুকা একজন জনপ্রিয় গায়ক। নিজের ‘ডাউন টু দ্য ওয়্যার’ এবং ‘স্ট্রিট রক’ অ্যালবাম রেকর্ড করেছেন এবং গীতিকার হিসেবেও কাজ করেছে। তিনি কিড রক, মিকি ডোলেঞ্জ এবং ডিজেলের জন্য গান লিখেছেন।
কেএন/এসএন