শুরুতেই স্পিন দিয়ে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ। বিশেষ করে শেখ মেহেদি। এই অফ স্পিনারের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে যায় স্বাগতিক টপ অর্ডার। তাতে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। শেষদিকে দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পেয়েছে তারা।
জেফরি ভ্যান্ডারসেকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের বলে জায়গা করে খেলতে গিয়ে মিড অফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১৪ বলে ৭ রান করা এই ব্যাটার। এরপর লঙ্কানদের ইনিংস টানেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। শানাকা ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। শানাকা শরিফুলের করা শেষ ওভার থেকে দুই ছক্কা ও দুই চারে তুলে নেন ২২ রান। মাহিশ থিকশানা অপরাজিত থাকেন ৯ বলে ৬ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা- ১৩২/৭ (২০ ওভার) (নিশাঙ্কা ৪৬, মেন্ডিস ৬, পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, মেন্ডিস ২, শানাকা ৩৫*; মেহেদী ৪/১১)
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদি।
বিস্তারিত আসছে...
ইউটি/টিএ