হ্যারি পটার সিনেমার হারমায়োনি হিসেবে বিশ্বব্যাপী পরিচিত অভিনেত্রী এমা ওয়াটসন এবার শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গত বছর জুলাই মাসে যুক্তরাজ্যের অক্সফোর্ডে তিনি নিজের গাড়ি নিয়ে দ্রুতগতিতে চালানোর অভিযোগে ধরা পড়েন। সেই মামলার রায় এসেছে সম্প্রতি। আদালত ছয় মাসের জন্য এমার ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছেন এবং তাঁকে এক হাজার ৪৪ পাউন্ড অর্থদণ্ড দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমা তার নীল রঙের গাড়ি নির্দিষ্ট গতিসীমা ৩০ মাইলের স্থলে ৩৮ মাইল গতিতে চালিয়েছিলেন। তখন তাঁর লাইসেন্সে আগেই নয়টি পয়েন্ট যোগ হয়েছিল। ফলে আদালত এইবার আর শিথিলতা দেখায়নি। শুনানি অনুষ্ঠিত হয়েছে হাই উইকোম ম্যাজিস্ট্রেট কোর্টে। এমা নিজে সেখানে উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি আদালতে হাজির ছিলেন।
অভিনেত্রীর আইনজীবী আদালতকে জানান, এমা বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানা পরিশোধে তিনি সক্ষম। জানা গেছে, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী ২০২৩ সাল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের শখ আর আগ্রহের বিষয় নিয়ে মনোযোগ দিতে চেয়েছেন তিনি।
অভিনয়ের বাইরে এমা ওয়াটসন পরিচিত পরিবেশ রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্যও। ২০২১ সালে গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্যানেল বৈঠক পরিচালনা করেছিলেন তিনি।
তবে অভিনয় ছাড়েননি একেবারে। চলতি বছর মে মাসে বারো বছর পর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নতুন আলোচনার জন্ম দেন এমা। এর আগে গ্রেটা গারউইগের পরিচালনায় ‘লিটল উইমেন’ সিনেমাতেও নজর কাড়েন তিনি।
সব মিলিয়ে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করলেও, আইন অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালানোয় এবার তাঁকে আইনি শাস্তি পেতে হলো। তবে অনুরাগীরা আশা করছেন, পড়াশোনার পাশাপাশি অভিনয়ে আবারও নিয়মিতভাবে তাঁকে দেখা যাবে।
এফপি/টিএ