বলিউডের গ্ল্যামারের আড়ালে আছে অনেক তিক্ত অভিজ্ঞতা। সেটাই আবার সামনে আনলেন অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিনেমার শুটিংয়ের সময় তার সঙ্গে কীভাবে অন্যায় আচরণ করা হয়েছিল।
জেরিন খান অভিযোগ করেছেন, ‘আকসার ২’ ছবির শুটিংয়ের সময় তাকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে এবং খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হয়েছিল। প্রথমে ছবির গল্প শুনে তিনি ভেবেছিলেন, এটি একটি সফল সিনেমার সিক্যুয়েল হিসেবে হবে চিত্তাকর্ষক কিন্তু শালীন গল্পের। পরিচালক অনন্ত মহাদেবনকে সরাসরি জিজ্ঞাসাও করেছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্য থাকবে কি না। তখন নাকি পরিচালক স্পষ্টই বলেছিলেন, না, এমন কিছু থাকবে না।
কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টো। শুটিং শুরু হওয়ার পর প্রতিদিনই নতুন নতুন ঘনিষ্ঠ দৃশ্য লেখা হতো। জেরিনের ভাষায়, “প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম। যেখানে কোনো প্রয়োজনই ছিল না, সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হতো। খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো।”
এখানেই শেষ নয়। পরিচালক অনন্ত মহাদেবনের ভূমিকা নিয়েও সরাসরি অভিযোগ এনেছেন জেরিন। তিনি বলেন, “তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করতেন। আবার আমার কাছে এসে বলতেন, প্রযোজকরা চাপ দিচ্ছে। সব দোষ শেষ পর্যন্ত আমার ওপরই চাপিয়ে দেওয়া হয়েছিল।”
‘বীর’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’-এর মতো ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন জেরিন খান। কিন্তু সেই গ্ল্যামারের আড়ালেই যে কতটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে, তা নিয়ে এতদিন চুপ করে ছিলেন। বহু বছর পর হলেও এবার স্পষ্ট করে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে দিলেন তিনি।
তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে বলিউডের কাজের পরিবেশ, যেখানে অনেক সময় অভিনেত্রীদের সম্মান ও পেশাদারিত্বকে গুরুত্ব না দিয়ে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় দৃশ্য আর খোলামেলা পোশাকের শর্ত। জেরিনের এই স্বীকারোক্তি তাই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলিউডের অন্ধকার দিক।
এফপি/টিকে