বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না : আবুল খায়ের ভূঁইয়া

বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। 

তিনি বলেন, একটি উদ্ভট কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী সংগঠন এবং কিছু সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে দিয়েছে। পীর ফকির ধান্ধাবাজদের কথা মানুষ বিশ্বাস করে না। স্বাধীনতা সংগ্রামের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা যদি মনে করে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে অপমান করে নির্বাচনী বৈতরনী পার হবে, তারা বোকার স্বর্গে বাস করছে। দেশের মানুষের কাছ থেকে তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমিতে এ নির্বাচনের আয়োজন করা হয়। আবুল খায়ের ভূঁইয়া বলেন, কারণ দেশের মানুষ বোকার স্বর্গে বাস করে না। ফ্যাসিস্ট সরকারের হাতে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। আমরা লাখ লাখ নেতাকর্মী নির্যাতন ও মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে জিয়া পরিবার। সেই জিয়া পরিবারকে নিয়ে এখন আবোল তাবোল কথা বলা হচ্ছে। যারা এ সমস্ত কথা বলে তারেক রহমানের সামনে তাদেরকে দাঁড় করান। তাদের ইতিহাস, অতীত, বর্তমান সব মিলিয়ে তারেক রহমানের সাথে সকলকে দাঁড় করান, তাদের অবস্থান কোথায়?

তিনি বলেন, দেশের জনগণ অত্যন্ত সচেতন। ৭১ সালে, ৯০ এর গণুভ্যুত্থানে, ২০০১ সালেও জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, সেখানেও জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেইদিন ভুলিনি। আমরা আমাদের রাজনীতি করেছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করছি এসব বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। যতটুকু সম্ভব আইন প্রয়োগকারী সংস্থাকে সাথে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ততটুকু দ্রুত গতিতে শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কার পক্ষে আছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান ওভি প্রমুখ।


বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। 

তিনি বলেন, একটি উদ্ভট কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী সংগঠন এবং কিছু সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে দিয়েছে। পীর ফকির ধান্ধাবাজদের কথা মানুষ বিশ্বাস করে না। স্বাধীনতা সংগ্রামের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা যদি মনে করে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে অপমান করে নির্বাচনী বৈতরনী পার হবে, তারা বোকার স্বর্গে বাস করছে। দেশের মানুষের কাছ থেকে তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমিতে এ নির্বাচনের আয়োজন করা হয়। আবুল খায়ের ভূঁইয়া বলেন, কারণ দেশের মানুষ বোকার স্বর্গে বাস করে না। ফ্যাসিস্ট সরকারের হাতে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। আমরা লাখ লাখ নেতাকর্মী নির্যাতন ও মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে জিয়া পরিবার। সেই জিয়া পরিবারকে নিয়ে এখন আবোল তাবোল কথা বলা হচ্ছে। যারা এ সমস্ত কথা বলে তারেক রহমানের সামনে তাদেরকে দাঁড় করান। তাদের ইতিহাস, অতীত, বর্তমান সব মিলিয়ে তারেক রহমানের সাথে সকলকে দাঁড় করান, তাদের অবস্থান কোথায়?

তিনি বলেন, দেশের জনগণ অত্যন্ত সচেতন। ৭১ সালে, ৯০ এর গণুভ্যুত্থানে, ২০০১ সালেও জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, সেখানেও জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেইদিন ভুলিনি। আমরা আমাদের রাজনীতি করেছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করছি এসব বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। যতটুকু সম্ভব আইন প্রয়োগকারী সংস্থাকে সাথে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ততটুকু দ্রুত গতিতে শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কার পক্ষে আছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান ওভি প্রমুখ।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ম্যাচ পাতানোর অভিযোগে ইউরোপ থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ আর্সেনাল Jul 18, 2025
img
টাকা নয়, বিবেকের জয়! অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক Jul 18, 2025
img
তৈরি পোশাক খাতে কর ছাড়: তুলাসহ কাঁচামালে উৎসে কর শূন্য Jul 18, 2025
img
রংপুরের ‘অর্জন’ ভাস্কর্য থেকে মুজিবের ছবি মুছে দিলেন ‘জুলাই যোদ্ধারা’ Jul 18, 2025
এই দেশে যত মহান অর্জন, সব বিএনপির হাত ধরেই এসেছে Jul 18, 2025
গোপালগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি Jul 18, 2025
ছাত্রদলের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ দিলেন শিবিরকে! Jul 18, 2025
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ Jul 18, 2025
গোপালগঞ্জে জুলাই যো/দ্ধা/দের উপরে হামলার প্রতিবা/দে বরিশাল জামায়াতের বিক্ষোভ Jul 18, 2025
আমরা মারা গেলে কেউ না কেউ আবার উঠে আসবে: হাসনাত Jul 18, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 18, 2025
‘এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারনেই ফ্যাসিবাদী শক্তি হামলা করছে’ Jul 18, 2025
গোপালগঞ্জে হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র : ফারুক Jul 18, 2025
img
বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জে বদলি Jul 18, 2025
img
মৌসুমী বৃষ্টিতে পাকিস্তান বিপর্যস্ত, বাড়ছে মৃতের সংখ্যা Jul 18, 2025
img
বিচার বিভাগে সংস্কার থামাতে পারে আমলাতান্ত্রিক জটিলতা: রেফাত আহমেদ Jul 18, 2025
img
সংবিধান হবে বাংলাদেশের সব নাগরিকের : তাসনিম জারা Jul 18, 2025
img
হাসিনা-মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না : নাহিদ ইসলাম Jul 18, 2025
img
এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না: নাফিস ইকবাল Jul 18, 2025
img
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দাপুটে শুরু, সাউথ আফ্রিকাকে হারাল ১৩০ রানে Jul 18, 2025