ফুটসাল ট্রায়াল ঘিরে বাংলাদেশে আসছেন বিদেশি কোচ

বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করছে। বাফুফের কোনো ফুটসাল দল নেই। তাই ফুটসাল কমিটি ২০ ও ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে ট্রায়াল ডেকেছে। সেজন্য বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘আগস্টের মধ্যে এএফসিতে খেলোয়াড় নিবন্ধন করতে হবে। ফলে এই মুহূর্তে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ নেই। তাই আমরা দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করব।’

বাফুফের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটসাল দলের ট্রায়ালের জন্য পোস্ট করা হয়েছে। সেখানে ১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের হ্যান্ডবল স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। এই ট্রায়াল প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, ‘শুক্রবার পর্যন্ত ট্রায়াল রেজিস্ট্রেশনের সময় রয়েছে। নিবন্ধনকারীর সংখ্যার ওপর ট্রায়াল পদ্ধতি নির্ভর করবে। ১০-১৫ মিনিট খেলার সুযোগ পাবে সবাই। বাফুফের কোচ ও সাবেক ফুটবলাররা খেলোয়াড়দের বাছাই করবেন।’

স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালেও এএফসি’র কোচিং সনদ রয়েছে। এএফসির ফুটসালের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে কোনো দলের হেড কোচ হতে লেভেল-৩ সার্টিফিকেট লাগে। বাংলাদেশি কারও এই ডিগ্রি নেই। ফলে বাধ্য হয়েই বিদেশি কোচ আনতে হচ্ছে বলে জানান ইমরান, ‘বাফুফে থেকে বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রায়াল থেকে খেলোয়াড় বাছাই হওয়ার পর কোচ তাদের ট্রেনিং করাবেন। আপাতত বিদেশি কোচের সঙ্গে চুক্তি ২ মাসের মতো হতে পারে শুধু এই টুর্নামেন্ট ঘিরে।’

বাংলাদেশ ফুটসালের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে। ফুটসালে ইরান বর্তমান এবং সর্বাধিকবারের এশিয়ান চ্যাম্পিয়ন। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের গ্রুপে ইরান ফেভারিট। স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়াই হবে মূল লক্ষ্য। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের জন্য কঠিন হলেও লক্ষ্য ঠিক রেখেছেন কমিটির প্রধান, ‘আমরা এবার প্রথমবারের মতো খেলব। ফলে বাস্তবিকভাবে মূল পর্বে যাওয়া কঠিন। এরপরও আমরা এই সময়ের যতটুকু সম্ভব নিজেদের প্রস্তুত করে সর্বোচ্চ লড়াইয়ের জন্য চেষ্টা করব।’

বাংলাদেশেও অনেক তরুণ সাপ্তাহিক ও সান্ধ্যকালীন ফুটসাল খেলেন। ফিফা-এএফসি’র গাইডলাইন থাকলেও বাফুফে পূর্বে ঘরোয়া পর্যায়ে ফুটসাল আয়োজন কিংবা আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ কোনো কিছুই করেনি। বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল ফুটসালকে গুরুত্ব দিচ্ছেন। কর্পোরেট পর্যায়ে ফুটসাল-ফুটবল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা ইমরানুর রহমানকে ফুটসাল কমিটির চেয়ারম্যান করে সাংগঠনিকভাবে খেলাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বাফুফে। 


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
লামার বন্ধ থাকা রিসোর্ট ও পর্যটন স্পট খুলে দিল প্রশাসন Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় লাভবান হলো কে- প্রশ্ন মাসুদ কামালের Jul 17, 2025
img
ছাত্রদল একটি অপ্রতিরোধ্য শক্তি: আমানউল্লাহ আমান Jul 17, 2025
img
হিন্দি-মারাঠি বিতর্কে যা বললেন অভিনেত্রী রেণুকা Jul 17, 2025
img
রাজনীতিতে এনসিপিকে আরও অভিজ্ঞতা সঞ্চয়ের পরামর্শ সালাহউদ্দিনের Jul 17, 2025
img
মন্দিরা বেদীর সঙ্গে একমঞ্চে জয়া আহসান Jul 17, 2025
img
আমাদের টার্গেট হচ্ছে এক কোটি সমর্থক বাড়ানো : রিজভী Jul 17, 2025
img
এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারনেই ফ্যাসিবাদী শক্তি হামলা করছে : সালাহউদ্দিন Jul 17, 2025
img
মুজিববাদ ও মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না: নাহিদ Jul 17, 2025
img
গোপালগঞ্জে হামলা, চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Jul 17, 2025
img
শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার Jul 17, 2025
img
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা Jul 17, 2025
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ Jul 17, 2025
img
ঋতুপর্ণা ও সাবিনার ডাবল হ্যাটট্রিক, বড় ব্যবধানে জিতলো দল Jul 17, 2025
গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বললেন সালাহ উদ্দিন আহমেদ Jul 17, 2025
ভোটারের বয়স নিয়ে যে নতুন বিধান যুক্ত হলো আইনে Jul 17, 2025
‘জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের’ Jul 17, 2025
২২ জন বাংলাদেশিকে নিয়ে ইসরাইলের পক্ষে ঘটিত হলো কমিটি Jul 17, 2025
চার সীমান্তে একযোগে পুশইন, আরও ৫৫ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ Jul 17, 2025
ক্যালিফোর্নিয়ায় বসছে সেলেনা গোমেজের বিয়ের আসর Jul 17, 2025