গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশকে আবারও রসাতলে নেয়ার, আবারও গণতন্ত্রকে ভুলণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে জয়নুল আবদিন ফারুক বলেন, এখনো কেন আওয়ামী লীগের নিয়োগ করা পুলিশ কর্মকর্তারা মাঠে আছে, এখনো কেন সচিবালয়ে আওয়ামী প্রেতাত্মারা আছে?
‘যদি তারেক রহমানকে নিয়ে কটূক্তি বন্ধ না হয়, যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হয়-- তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবো’, যোগ করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
এসএন