আমি আশ্চর্য হব না, যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন : সোহেল তাজ

গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না, যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।’

তিনি লেখেন, ‘আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরপর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।’

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় অংশ নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা, এতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় কারফিউ জারি করে সরকার, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে সংঘটিত অরাজকতায় জড়িত কেউই ছাড় পাবে না। দোষীদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় গোয়েন্দা সংস্থার কোনো পূর্বতথ্য ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল ঠিকই, তবে এত বড় পরিসরে ঘটনা ঘটবে, সে বিষয়ে তারা আগাম অবহিত ছিলেন না।

এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে, সবাই তাদের মতো করে মন্তব্য করবেন।

আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকালই সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডিসি অফিসের দুর্নীতি মামলা: নজরুলসহ ৭ জনের বিচার শুরু Jul 18, 2025
img
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে Jul 18, 2025
img
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট Jul 18, 2025
img
একই দিনে একই আদালতে, একই শাস্তি পেলেন হ্যারি পটারের দুই তারকা Jul 18, 2025
img
লামার বন্ধ থাকা রিসোর্ট ও পর্যটন স্পট খুলে দিল প্রশাসন Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় লাভবান হলো কে- প্রশ্ন মাসুদ কামালের Jul 17, 2025
img
ছাত্রদল একটি অপ্রতিরোধ্য শক্তি: আমানউল্লাহ আমান Jul 17, 2025
img
হিন্দি-মারাঠি বিতর্কে যা বললেন অভিনেত্রী রেণুকা Jul 17, 2025
img
রাজনীতিতে এনসিপিকে আরও অভিজ্ঞতা সঞ্চয়ের পরামর্শ সালাহউদ্দিনের Jul 17, 2025
img
মন্দিরা বেদীর সঙ্গে একমঞ্চে জয়া আহসান Jul 17, 2025
img
আমাদের টার্গেট হচ্ছে এক কোটি সমর্থক বাড়ানো : রিজভী Jul 17, 2025
img
এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারনেই ফ্যাসিবাদী শক্তি হামলা করছে : সালাহউদ্দিন Jul 17, 2025
img
মুজিববাদ ও মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না: নাহিদ Jul 17, 2025
img
গোপালগঞ্জে হামলা, চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Jul 17, 2025
img
শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার Jul 17, 2025
img
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা Jul 17, 2025
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল জামায়াতের বিক্ষোভ Jul 17, 2025
img
ঋতুপর্ণা ও সাবিনার ডাবল হ্যাটট্রিক, বড় ব্যবধানে জিতলো দল Jul 17, 2025
গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বললেন সালাহ উদ্দিন আহমেদ Jul 17, 2025
ভোটারের বয়স নিয়ে যে নতুন বিধান যুক্ত হলো আইনে Jul 17, 2025