আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চাই: শহীদ সাগরের বাবা

২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ বলেছেন, আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চাই। এগুলো যদি না দেওয়া হয় আমাদের আহতরা এবং আমরা যারা শহীদ পরিবার তারা ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহীতার মধ্যে পড়ব। এই সরকার ছাড়া অন্য সরকার ক্ষমতায় গেলে আমরা ঘোষণাপত্র পাব না। নিরপেক্ষ সরকারের কাছে আমাদের দাবি থাকবে, জুলাই সনদ দ্রুত দেওয়া হোক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত শোক ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই স্মরণ সভার আয়োজন করে বাকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটি। সভায় উপস্থিত ছিলেন শহীদ রেদোয়ান হোসেন সাগরের বাবা মো. আসাদুজ্জামান, শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই মো. সাদ্দাম হোসেন এবং শহীদ আছির এম টি শারাল হকের বাবা এইচ এম এনামুল হকসহ তাদের পরিবারের সদস্যরা।

শহীদ সাগরের বাবা বলেন, ১৯ জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা অংশগ্রহণ করে। কিন্তু আল্লাহর অশেষ কুদরতে আমার সন্তান সেদিন শহীদ হয়। জুলাইয়ের বিপ্লব আমাদের জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে। এই বিপ্লবের ইতিহাস শেষ হওয়ার নয়। আমরা প্রত্যাশা করবো এই সরকার থাকাকালেই সব হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। যারা আহত, হাসপাতালে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা করা হোক। বিচারকাজ দীর্ঘায়িত হলে ন্যায়বিচার হয় না। তাই দ্রুত খুনিদের বিচার নিশ্চিত করুন।

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ অঞ্চলের শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ক্রিয়াশীল সংগঠনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালনায় জুলাই আন্দোলনের উপর তিনটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ এর গণঅভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের প্রথম শহীদ রেদোয়ান হোসেন সাগর। তার বাড়ি ময়মনসিংহ সদরের আকুয়ায়। গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহের টাউন হল মোড়ে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে সাগর শহীদ হন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস Sep 02, 2025
img
একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু Sep 02, 2025
img
চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা Sep 02, 2025
img
নির্বাচন বানচাল করতে নানা কথা বললেও কোনো লাভ হবে না: ডা. জাহিদ Sep 02, 2025
img
পারমাণবিক আলোচনায় ইরানকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত এরদোয়ানের Sep 02, 2025
img
‘পুলিশ স্টেশনে ভূত’ নিয়ে ফের বলিউডে ফিরলেন রাম গোপাল ভার্মা Sep 02, 2025
img
‘ড্রাগন’ ছবিতে জুনিয়র এনটিআরের নায়িকা রুক্মিণী বসন্ত Sep 02, 2025
img
নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে নোংরামি করছে: শিবির Sep 02, 2025
img
টি-টোয়েন্টিতে ইতিহাসে গড়লেন রশিদ খান Sep 02, 2025
img
নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল ২ জনের Sep 02, 2025
img
মেহেরপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪ Sep 02, 2025
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই | Sep 02, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 02, 2025
ইসরায়েলের খননকাজে আল-আকসার ঐতিহ্য ঝুঁকিতে! Sep 02, 2025
"হাইকোর্ট নয়, ডাকসুর ভাগ্য নির্ধারণ করবেন ঢাবি শিক্ষার্থীরা” Sep 02, 2025
জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তুত নির্বাচন কমিশন Sep 02, 2025
নতুন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ভারত-চীন-রাশিয়া : কি বার্তা পেল পশ্চিমারা Sep 02, 2025
img
আফগানিস্তানে ভূমিকম্পে শত শত প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ গোলাম পরওয়ারের Sep 02, 2025
img
আমি প্রতিটি সিরিজই জিততে চাই, তবে সবসময় তা সম্ভব নয়: লিটন Sep 02, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ Sep 02, 2025