জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্ট। এনসিপির অপরিপক্বতার কারণে এমন ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ববি হাজ্জাজ।
তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া তোলা সম্ভব নয়; আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, গোপালগঞ্জে সন্ত্রাসীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কাঁদের সহায়তায়; তাদের খুঁজে বের করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিল করলেও তাদের আইনের আওতায় আনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি উন্নতিতে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান তিনি। প্রয়োজনে অবসরে যাওয়া সৎ পুলিশ অফিসারদের কাজে লাগানোরও আহ্বান জানান এমডিএম চেয়ারম্যান। এসময়, আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান ববি হাজ্জাজ।