বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়ে, দর্শকের মন জয় করে—এবার আন্তর্জাতিক মঞ্চেও সুনাম কুড়াতে চলেছে 'কাল্কি ২৮৯৮ এডি'। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন-মিথোলজিক্যাল এপিক জায়গা করে নিয়েছে ২০২৫ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন-এ। শুধু তাই নয়, 'সেরা চলচ্চিত্র'-এর দৌড়ে নাম উঠেছে এই ছবির, সঙ্গে রয়েছে আরও তিনটি আলোচিত নাম—‘এলটু: এমপুরান’, ‘স্ত্রী ২’ এবং ‘মহারাজ’।
প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'কাল্কি ২৮৯৮ এডি'-তে রয়েছেন অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো কিংবদন্তিরা। ছবি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে এই ভিজ্যুয়াল মাস্টারপিস। বিশ্বব্যাপী ৬০০ কোটিরও বেশি আয়ের পর এবার মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে ১৪ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে এই ছবি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের পক্ষ থেকে এমন উপস্থিতি নিঃসন্দেহে এক গর্বের বিষয়।
ভারতের পৌরাণিক গল্প আর ভবিষ্যতের বিজ্ঞানচিন্তা—এই দুইয়ের সংমিশ্রণে তৈরি 'কাল্কি' এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছে দর্শকদের। অ্যাকশন, আবেগ, ভিএফএক্স ও অভিনয়ের মেলবন্ধনে ছবিটি শুধু ভারতের নয়, আন্তর্জাতিক দর্শককেও মুগ্ধ করেছে।
এই মনোনয়ন যে শুধু নির্মাতাদের নয়, গোটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই এক বিশাল স্বীকৃতি, তা বলাই বাহুল্য।
এসএন