‘ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়’

ময়মনসিংহে শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা হচ্ছে নগরের হরিকিশোর রায় রোডের প্রাচীন একটি বাড়ি। কেউ বলছেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের, কেউ বলছেন বাড়িটি টাঙ্গাইলের দানবীর রায় বাহাদুর রনদা প্রসাদ সাহার অস্থায়ী বাসভবন। সম্প্রতি শিশু একাডেমি বাড়িটি ভাঙার কাজ শুরু হলে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বুধবার (১৬ জুলাই) স্থাপনাটি ভাঙার কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার বাড়ি ভাঙার খবর প্রকাশের পর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের পক্ষে বিবৃতি দেওয়ার পর তোলপাড় শুরু হয়। এ সংক্রান্ত একটি খবর ভারতীয় এনডিটিভিতে প্রচার হয়।

রাতেই জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেন। বাড়িটির মালিকানা নিয়ে জটিলতার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

শিক্ষাবিদ প্রফেসর বিমল কান্তি দে বলেন, শিশু একাডেমির ভাঙা ভবনটিতে থাকতেন তৎকালীন জেলা পরিষদের সচিব সারোয়ার জাহান চৌধুরী। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানের সচিব শাকির আহম্মেদ থাকতেন এই ভবনটিতে। এরপর এটি শিশু একাডেমিকে দেওয়ার বেশ কয়েক বছর পর এটি পরিত্যক্ত হয়ে যায়। এই বাড়িতে সত্যজিৎ রায় বা তার পরিবার থাকতেন, তা কখনো কেউ বলেনি। শুধু অমূলক ধারণা থেকে এই তথ্য ছড়ানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও কথাসাহিত্যিক ফরিদ আহাম্মেদ দুলাল বলেন, না জেনে তথ্য ছড়ানো হচ্ছে। ভেঙে ফেলা শিশু একাডেমির ভবনটির পাশে পূর্ণলক্ষ্মী নামক ভবনটি সত্যজিৎ রায়ের বাড়ি। তবে এই বাড়িটি হাতবদল হওয়ার পর একতলা থেকে বর্তমানে দোতলা করা হয়েছে। রনদা প্রসাদ সাহা এটি নির্মাণ করেছিলেন। এটি সত্যজিৎ রায়ের বাড়ি না। কিন্তু না জেনে অনেকেই এটি নিয়ে উল্টাপাল্টা বলে তোলপাড় সৃষ্টি করেছেন।

বিশিষ্ট শিক্ষক ও ঐতিহাসিক স্থাপত্যের ইতিহাস সংরক্ষক স্বপন ধর বলেন, ভাঙা ভবনটি শতবর্ষী পুরোনো স্থাপত্য। এটি রনদা প্রসাদ সাহার বাড়ি। এটি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় সম্পদ। ময়মনসিংহ জেলায় ৩২০টি ঐতিহাসিক স্থাপত্য ছিল। এর মধ্যে ৪০টি স্থাপত্যের অস্তিত্ব এখন আর নেই। বাকি ২৮০টির মধ্যে ৬টি আন্তর্জাতিক মানের, ৫৪টি দ্বিতীয় ক্যাটাগরির এবং ২২০টি সি-ক্যাটাগরির স্থাপত্য রয়েছে। এগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা খুবই জরুরি।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মেহেদী জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় সভা করেছি। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহ জেলার একটি বিষয়কে কেন্দ্র করে দেশে এবং বিদেশে সংবাদ প্রচার হচ্ছে। সংবাদটি আমাদের সবার দৃষ্টিগোচর হয়েছে। যে জমি বা বাড়িটি সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের দাবি করা হচ্ছে সরকারি রেকর্ড ও নথিপত্র যাচাই-বাছাই করে আমরা কোথাও সত্যজিৎ রায় ও তার পূর্বপুরুষের কারও নাম পাইনি। আরএস রেকর্ডে এটি বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ।

তিনি আরও বলেন, ২০০৮ সালে এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমির নামে বন্দোবস্ত করা হয়েছে এবং তাদের নামে দলিল সম্পাদিত হয়েছে। তারা যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করে। সে ক্ষেত্রে তারা নিয়মের কোনো ব্যত্যয় করেনি।

জেলা প্রশাসক আরও বলেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এটি সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষের বাড়ি না এবং তারা কখনো এখানে ছিলেন না। আশা করছি, এর মাধ্যমে সবাই সত্যটা জানতে পারবে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস Sep 02, 2025
img
একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু Sep 02, 2025
img
চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা Sep 02, 2025
img
নির্বাচন বানচাল করতে নানা কথা বললেও কোনো লাভ হবে না: ডা. জাহিদ Sep 02, 2025
img
পারমাণবিক আলোচনায় ইরানকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত এরদোয়ানের Sep 02, 2025
img
‘পুলিশ স্টেশনে ভূত’ নিয়ে ফের বলিউডে ফিরলেন রাম গোপাল ভার্মা Sep 02, 2025
img
‘ড্রাগন’ ছবিতে জুনিয়র এনটিআরের নায়িকা রুক্মিণী বসন্ত Sep 02, 2025
img
নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে নোংরামি করছে: শিবির Sep 02, 2025
img
টি-টোয়েন্টিতে ইতিহাসে গড়লেন রশিদ খান Sep 02, 2025
img
নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল ২ জনের Sep 02, 2025
img
মেহেরপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪ Sep 02, 2025
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই | Sep 02, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 02, 2025
ইসরায়েলের খননকাজে আল-আকসার ঐতিহ্য ঝুঁকিতে! Sep 02, 2025
"হাইকোর্ট নয়, ডাকসুর ভাগ্য নির্ধারণ করবেন ঢাবি শিক্ষার্থীরা” Sep 02, 2025
জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তুত নির্বাচন কমিশন Sep 02, 2025
নতুন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ভারত-চীন-রাশিয়া : কি বার্তা পেল পশ্চিমারা Sep 02, 2025
img
আফগানিস্তানে ভূমিকম্পে শত শত প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ গোলাম পরওয়ারের Sep 02, 2025
img
আমি প্রতিটি সিরিজই জিততে চাই, তবে সবসময় তা সম্ভব নয়: লিটন Sep 02, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ Sep 02, 2025