ইরানকে পারমাণবিক শক্তি বানাতে চীনের বড় ঘোষণা

মাত্র ক’দিন আগেই পশ্চিমা হুমকির মুখে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল চীন। এবার সেই বন্ধুত্বকে আরও একধাপ এগিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দিল বেইজিং। এমনকি প্রয়োজনে যে কোনো পশ্চিমা চাপ বা হুমকির বিরুদ্ধেও ইরানকে রক্ষার বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 ইরানে পৌঁছে গেছে, এবং ভবিষ্যতে J-10C যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনাও উড়ে যাচ্ছে না।

চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচীর সঙ্গে এক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পরমাণু কর্মসূচি ও দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব। বৈঠকে ওয়াং ই বলেন, “ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা, বলপ্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ও বৈধ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারকে চীন সমর্থন করে।"

তিনি আরও বলেন, “পারস্পরিক সম্প্রীতি এবং প্রতিবেশনীতিতে অটল থেকে ইরানকে সহায়তা করে যাবে বেইজিং। আমাদের লক্ষ্য হলো ইরান-চীন সম্পর্ককে আরও গভীর করে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যাওয়া।”

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এই সদস্য বলেন, “কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা জোরদার করাই আমাদের অঙ্গীকার। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধ অধিকার রয়েছে, আমরা সেটিকে সম্মান করি।”

উল্লেখযোগ্যভাবে, আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারে না ইরান। তবে সেই নিষেধাজ্ঞার ফাঁক গলেই চীন ইরান থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে, যার বিনিময়ে বেইজিং সরবরাহ করে আধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র।

এই কৌশলগত বিনিময়ের ফলে, নিষেধাজ্ঞার জালে থেকেও ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। এখন যদি দেশটি পারমাণবিক কর্মসূচিতে সফল হয়, তবে তা ইরানকে সুপারপাওয়ারের কাতারে পৌঁছে দিতে পারে—এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এবং সেই ‘লাভের হিস্যা’ থেকে বাদ যাবে না চীনও।

অন্যদিকে, পরমাণু আলোচনায় চীনের এই ‘অভয়’ পেয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির পদক্ষেপ নেবে না। তবে শান্তিপূর্ণ এবং বৈধ পারমাণবিক অধিকার থেকে আমরা সরে আসবো না।”

তিনি আরও জানান, “সমতার ভিত্তিতে সব পক্ষের সাথেই আলোচনায় বসতে আমরা প্রস্তুত। চীনের সাথে ভবিষ্যতে আরও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।”
বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান-চীন সম্পর্ক কেবল কৌশলগত নয়, বরং বৈশ্বিক শক্তি ভারসাম্যে বড় ধরনের রদবদলের ইঙ্গিতও দিচ্ছে। আর এই দ্বিপাক্ষিক বন্ধুত্ব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হতে চলেছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের Jul 18, 2025
img
নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত Jul 18, 2025
img
বুড়ো রাজনীতিবিদদের মতো আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না: নাহিদ ইসলাম Jul 18, 2025
img
ওয়ানডের বদলে টি-টোয়েন্টি চায় পাকিস্তান, নারাজ ওয়েস্ট ইন্ডিজ Jul 18, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই: সারজিস আলম Jul 18, 2025
img
টাঙ্গুয়ার হাওরের ‘সুনাম ক্ষুণ্ণ করে’ ফেসবুক পোস্ট, থানায় জিডি Jul 18, 2025
img
কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত: জাহিদ হোসেন Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'আলী' ছবির 'রোশনি' চরিত্র নিয়ে যা বললেন অভিনেত্রী Jul 18, 2025
সিটি কলেজের সমস্যা নিয়ে মুখ খুললেন শিক্ষার্থীর মা Jul 18, 2025
প্রাথমিক শিক্ষকদের ৪দফা দাবি; শহীদ মিনারে এক হয়েছে পুরো বাংলাদেশ Jul 18, 2025
যে ৫টি কারণে নামাজ কবুল হয় না | ইসলামিক জ্ঞান Jul 18, 2025
img
নিজের পড়ার টেবিলকেও আন্দোলনের ময়দান বিবেচনা করতে হবে : শিবির সভাপতি Jul 18, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়ের আভাস Jul 18, 2025
img
মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান Jul 18, 2025
img
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা Jul 18, 2025
img
ভিসায় তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা Jul 18, 2025
img
আজকের এ দিনে জুলাই যোদ্ধাদের সেবা দিতে যেয়ে নিহত হয়েছিলেন মুগ্ধ Jul 18, 2025
img
রামচরণের স্ত্রী উপাসনার ব্যতিক্রমী উদ্যোগ: দায়িত্ব নিলেন ১৫০টি বৃদ্ধাশ্রমের Jul 18, 2025