জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটি ইলেকট্রনিক কার্ড থাকবে। সেখানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল সব এন্ট্রি থাকবে।
তিনি বলেন, কখন কোন টিকা, ওষুধ বা কি চিকিৎসা নিয়েছেন সব ওই কার্ডে থাকবে। তাহলে আপনি বাংলাদেশের যে হাসপাতালে যান না কেনো ডাক্তার ওই কার্ডের মাধ্যমে তথ্য খুঁজে বের করতে পারবেন। তখন ডাক্তার সঠিক চিকিৎসা দিতে পারবেন, আপনি ভালো সেবা পাবেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এই মন্তব্য করেন।
ডা. তাসনিম জারা বলেন, আমরা চাই স্বাস্থ্যের জন্য বাংলাদেশে ভালো গবেষণা তৈরি হোক। আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা যেন বিশ্বমানের হয়।
তিনি বলেন, রাজবাড়ী ভালো মানুষের এলাকা, তারপরও রাজবাড়ী সবসময়ই বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নাই। আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটিস ভালো নেই এবং অনেক অব্যবস্থাপনা রয়েছে।
ডা. তাসনিম জারা বলেন, আপনাদের সদর হাসপাতালে ডাক্তাররা কাজ করেন কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই। পাঁচটা ওষুধ লিখলে সেখানে তিনটায় পাওয়া যায় না। বাইরে থেকে কিনে নিতে হয়। অনেকগুলো খুঁজে পাওয়া যায় না। সরকারি হাসপাতালে শুধু সকালে টেষ্ট করা যায়, দুপুরের পর করা যায় না। কিছু হলেই যেতে হয় ফরিদপুর। কারো যদি স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় এবং এক্সিডেন্ট করে তাহলে এখানে কোনো চিকিৎসা নেই। চিকিৎসা করতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে দূরে যেতে হয়, এতে পথেই রোগী মারা যায়।
এনসিপির এই নেত্রী বলেন, এই ৫৪ বছরের বাংলাদেশে এরকম স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। জরুরি চিকিৎসা মানুষের যখন প্রয়োজন তখন থেকেই শুরু হবে। হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অ্যাম্বুলেন্সে যাতে জরুরি চিকিৎসা শুরু হয় সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন। সেটা সরকারিভাবেই করা প্রয়োজন। যদি কারো হার্ট অ্যাটাক হয় তাহলে তাকে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো যাবে এমন ব্যবস্থা করতে হবে। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসার অভাবে ও টাকার অভাবে মানুষ মারা যাবে না।
পিএ/এসএন