দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির উজ্জ্বলতম নতুন মুখ শ্রীলীলাকে নিয়ে সরগরম এখন পুরো সিনেজগৎ। আর সেই আগুনে যেন ঘি ঢেলে দিলেন খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলি’ ও ‘আরআরআর’ খ্যাত এই পরিচালকের মুখে শোনা গেল শ্রীলীলার জন্য অকুণ্ঠ প্রশংসা।
রাজামৌলির ভাষায়, “আজকের দিনে এমন এনার্জি, প্যাশন আর ডেডিকেশন দেখা খুবই বিরল। শ্রীলীলা সেই বিরল উদাহরণ।” কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কীভাবে এই তরুণী মুম্বাইতে ক্লাস ও পরীক্ষা দিয়ে রাতে উড়ে যান হায়দরাবাদে শুটিংয়ে অংশ নিতে। এতটা পরিশ্রম আর নিষ্ঠা সত্যিই দেখার মতো।
যদিও বলিউডে এখনও তাঁর আনুষ্ঠানিক অভিষেক হয়নি, তবে ইতিমধ্যেই শ্রীলীলার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর নাচ, স্ক্রিনপ্রেজেন্স আর সর্বভারতীয় আবেদন তাঁকে করে তুলেছে নির্মাতাদের প্রথম পছন্দ। বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমা—সবখানেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
রাজামৌলির এই উচ্ছ্বসিত প্রশংসা যেন বলিউড অভিষেকের আগেই শ্রীলীলার পাশে বসিয়ে দিলো সুপারস্টারদের সারিতে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন—এই প্রতিভা বড় পর্দায় কখন ধরা দেবেন হিন্দি ছবিতে।
অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি সফল ছবি করেছেন শ্রীলীলা। তার প্রতিটি চরিত্রে তিনি যেন প্রাণ ঢেলে দেন। আর এই কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভা মিলিয়েই তিনি হয়ে উঠছেন ভারতের নতুন সেনসেশন।
এসএন